BCS Book List গাইড/বই এর নাম : বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি

By | 16/10/2020

নতুনদের সবারই প্রশ্ন থাকে কোন গাইড/বই পড়ব। একটা BCS book list দিন। সবার রুচি, পছন্দ এক হবে না এটাই স্বাভাবিক। কেউ বিস্তারিত পড়তে পছন্দ করে আবার কেউ স্বল্প লেখা। আমি বিভিন্ন গাইড/বই ট্রাই করার পর নিচের গাইড/বই কেনার পর থিতু হয়েছি। যেমন অনেক আগে একজনের কথা শুনে MP3 প্রকাশনীর (জর্জের না) বাংলাদেশ আর আন্তর্জাতিক কিনলেও পরে প্রফেসর’স কিনেছি এবং ভালবেসে ফেলেছি। আবার ওরাকলের ইংলিশ লিটারেচার কেনার পর মিরাকল বিসিএস ইংলিশ লিটারেচার কিনেছি এবং বইটা খুবই ভাল লেগেছে। যাই হোক, নতুনরা নিচের গাইড/বইগুলো কিনলে আশা করি হতাশ হবেন না। এটাকে সংক্ষেপে Professor’s BCS book list বললে মনে হয় তেমন বাড়াবাড়ি হবে না। চারটি বিসিএস প্রিলিমিনারি (৩৭, ৩৮, ৪০ ও ৪১) এগুলো পড়েই পাস করেছি আল্লাহর রহমতে। বাজারে অনেক নতুন প্রকাশনীর বই আসে যার বেশিরভাগই কোন না কোন বই থেকে কপি করা। ভালো মানের নতুন বই সংখায় খুবই কম। তাই বুঝে শুনে অর্থ ও সময় খরচ করতে হবে। সবার জন্য নিরন্তর শুভ কামনা ।

BCS Preliminary Book List

46th BCS Book List

46th BCS Preliminary Book List

ইংরেজি BCS Book List for English

বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতির জন্য English for Competitive Exams (Md. Fazlul Haque) বইটিই যথেষ্ট। এমনকি আপনি যদি বইটির ৫০% পড়ে ফেলতে পারেন সেটাও অনেক। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো না পড়লেও চলবে, শুধু বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্নগুলো পড়েন তাতেই হবে। ভাবছেন এত কম পড়লে হবে কি? হবে। গ্রামার পড়ার খুব ইচ্ছা হলে পিসি দাসের Applied English Grammar and Composition বইটা পড়তে পারেন। কেনার সময় লম্বা সাইজেরটা কিনবেন। তবে মনে রাখবেন ব্যাসিক ইংরেজি জ্ঞান এবং বিগত সালের প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপুর্ণ বিসিএস প্রিলিমিনারি ইংরেজি অংশের প্রস্তুতির জন্য।

ইংরেজি সাহিত্য BCS Book List for English Literature

ইংলিশ লিটারেচারের জন্য Miracle BCS English Literature (Mohammad Shakawoat Hossen) বইটা আমার বেশ ভাল লেগেছে। মনে রাখার জন্য বিভিন্ন টেকনিকও বইটিতে দেওয়া আছে। লেখক বা বিভিন্ন পরীক্ষার প্রশ্ন যেটা দিয়ে পড়তে সুবিধা মনে হয় সেটা দিয়ে শুরু করুন।

গাণিতিক যুক্তি BCS Book List for Math

গাণিতিক যুক্তির জন্য প্রফেসর’স এর বিসিএস প্রিলিমিনারি গাইড পড়তে পারেন, সুন্দরভাবে বিসিএস প্রিলিমিনারির সিলেবাস অনুযায়ী সাজানো।

মানসিক দক্ষতা BCS Book List for Mental Ability

মানসিক দক্ষতার জন্য ওরাকলের রিটেন মানসিক দক্ষতার গাইড কিনবেন। ২৭তম বিসিএস থেকে ৪০তম বিসিএস লিখিত পরীক্ষার মানসিক দক্ষতার প্রশ্নগুলো সলভ করবেন, বাকিগুলো করার কোন প্রয়োজন নেই। এর সাথে ৩৫তম থেকে ৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার মানসিক দক্ষতার অংশটা দেখুন। রিটেন পরীক্ষাতেও এই মানসিক দক্ষতার পড়াগুলো বেশ কাজে দিবে। অতিরিক্ত আর কিছুই পড়তে হবে না তখনও।

বিজ্ঞান BCS Book List for Science

বিসিএস প্রিলিমিনারি বিজ্ঞানের প্রস্তুতির জন্য প্রফেসর’সের গাইড থেকে বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্নগুলো সলভ করুন, যুক্তি বোঝার ট্রাই করুন, না বুঝলে ইংরেজিতে বা বাংলায় গুগলে সার্চ করুন। এর সাথে নবম-দশম শ্রেণির সাধারণ বিজ্ঞানের নির্দিষ্ট অধ্যায়গুলো দুই একবার পড়ে ফেলুন। লিখিত পরীক্ষাতেও এটা অনেক কাজে দিবে।

কম্পিউটার BCS Book List for ICT

কম্পিউটারের জন্য ইজি কম্পিউটার বা প্রফেসর’সের বিজ্ঞান বই এর কম্পিউটার অংশ দেখতে পারেন। ওরাকলের বিজ্ঞানের সাথে কম্পিউটার নাই তাই আলাদা কিনতে পারেন; ওরাকলও ভাল হবার কথা। আর একটা কাজ করতে হবে সেটা হচ্ছে নিয়মিত পেপারের তথ্য প্রযুক্তি অংশ পড়া। এটা পড়লে আপনি সাম্প্রতিক অনেক তথ্য জেনে যাবেন যেটা খুব কাজে দিতে পারে। প্রথম আলোর “বিজ্ঞান ও প্রযুক্তি” অংশ দেখতে পারেন।

বাংলা BCS Book List for English

পিএসসি কর্তৃক দেওয়া ১১ জন লেখকের উপর খুব গুরুত্ব দিন, গভীরভাবে তাদের নিয়ে পড়ুন। প্রফেসর’স এর গাইডটা পড়ুন। সুন্দরভাবে গোছানো। কবি, সাহিত্যিক ধরে পড়া শুরু করতে পারেন বা বিগত সালের বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশ্ন দিয়েও শুরু করতে পারেন। রেফারেন্স হিসেবে রাখবেন নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ বইটি।

বাংলাদেশ BCS Preliminary Book List for Bangladesh Affairs

প্রফেসর’সের গাইডটা ভাল, সুন্দরভাবে সিলেবাস অনুযায়ী গোছানো। কেউ কেউ স্লিম সাইজের এম পি থ্রি পড়তে চায় তবে আমি এম পি থ্রি তেমন পছন্দ করি না। সম্প্রতি এদের গাইডে যদি আমূল পরিবর্তন না করে থাকে তাহলে প্রফেসর’স বেটার অপশন। তবে এম পি থ্রি পড়লে যে আপনি ফেল করবেন এমন কোন কথা বা যুক্তি নেই। মূল কথা পড়তে হবে উৎস যাই হোক না কেন; সর্বনিম্ন একটা পরিমাণ আপনাকে পড়তেই হবে। মুক্তিযুদ্ধের জন্য একাদশ-দ্বাদশ শ্রেণির পৌরনীতি ও সুশাসন (২য় পত্র) বইয়ের মুক্তিযুদ্ধ অংশ পড়ুন। সংবিধান পড়বেন আরিফ খানে বাংলাদেশের সংবিধান থেকে।

আন্তর্জাতিক BCS Preliminary Book List for International Affairs

সীমিত আকারে আন্তর্জাতিক পড়ুন বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতির জন্য। প্রফেসর’স এর গাইডটা যথেষ্ট বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতির জন্য।

ভূগোল BCS Book List for Geography

প্রফেসর’স অথবা যেকোন নির্ভরযোগ্য গাইড থেকে পড়ুন। এটা নিয়ে খুব বেশি টেনশন করার প্রয়োজন নেই। নবম-দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ বইয়ের “বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ” অধ্যায়টা পড়তে পারেন তবে এটা নিয়ে বেশি টাইম নষ্ট করা যাবে না।

নৈতিকতা ও মূল্যবোধ BCS Book List for Ethics, Values & Good Governance

সোজা কথা, ৩৫তম বিসিএস থেকে ৪০তম বিসিএস প্রিলিমিনারির প্রশ্নগুলোর নৈতিকতা ও মূল্যবোধ অংশ সলভ করুন আর কিছু না পড়লেও হবে। এটা নিয়ে বেশি টেনশন করার কিছু নাই বরং কিছুটা এড়িয়ে যাওয়াই ভাল।

মাত্রারিক্ত বই কিনে আপনার BCS book list দীর্ঘ করার কোনো মানে নেই। একটি বিষয়ের জন্য একটি বইই যথেষ্ট। আবারও বলছি শুধু শুধু ম্যাজিক বই খুঁজবেন না যা পড়লে সব কমন। বই কেনার চেয়ে আপনার পড়ার কৌশল প্রিলিমিনারি প্রস্তুতির জন্য বেশি সহায়ক হবে।

বিস্তারিত বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতির গাইডলাইন পেতে ক্লিক করুন

ধন্যবাদ।

শেয়ার করুন বন্ধুর সাথে

Leave a Reply

Your email address will not be published.