বিসিএস সিলেবাস বিশ্লেষণ BCS Syllabus Analysis : প্রিলি ও রিটেন Preliminary and Written

By | 01/02/2022
বিসিএস সিলেবাস বিশ্লেষণ BCS Syllabus Analysis

বিসিএস সিলেবাস না দেখে, না বিশ্লেষণ করে অন্ধের মতো বিসিএস প্রস্তুতি নিলে আপনি ফেল করবেন এটা প্রায় নিশ্চিত বলা যায়। কথাটি বিসিএস প্রিলি, রিটেন এমনকি ভাইভার ক্ষেত্রেও প্রযোজ্য যদিও ভাইভাতে বিপিএসসি কোনো নির্দিষ্ট সিলেবাস প্রদান করে না তবে চাকরিপ্রার্থীদের বিসিএস ভাইভা অভিজ্ঞতা এবং তাদের বিসিএস ভাইভা প্রশ্ন ও উত্তর এনালাইসিস করলে আপনি ভাইভা নিয়ে যথেষ্ট স্পষ্ট একটি ধারণা পাবেন। এই লেখাটি মূলত বিসিএস প্রিলি ও বিসিএস রিটেনের সিলেবাস ও সেগুলোর প্রয়োজনীয়তা নিয়ে আলোকপাত করবে। আশা করি আপনি উপকৃত হবেন।

45th BCS Syllabus (৪৫তম বিসিএস সিলেবাস)

পুরান সিলেবাস বনাম নতুন সিলেবাস

Old Syllabus vs. BCS New Syllabus

৩৫তম বিসিএস থেকে বিসিএস পরীক্ষার সিলেবাস, প্রশ্নের ধরন, পরীক্ষা নেওয়ার পদ্ধতি ইত্যাদি ইত্যাদি বিষয় পরিবর্তিত হয়েছে। বিসিএস সিলেবাস কি প্রতিবছর পরিবর্তন হয়?না, ৩৫তম বিসিএস পর বিসিএস প্রিলিমিনারি ও রিটেন সিলেবাস তেমন কোনো পরিবর্তন হয়নি যদিও পিএসসি বিসিএস লিখিত সিলেবাস ২৩.৮.২০২১ তারিখে সর্বশেষ হালনাগাদ করেছে তবে সেখানে তেমন কোনো পরিবর্তন আসেনি, মানবন্টন এখন স্পষ্ট হয়েছে।৩৫তম বিসিএস প্রিলি সিলেবাস ৪৪তম ও ৪৫তম বিসিএস সিলেবাসের (44th and 45th BCS Syllabus)জন্য প্রযোজ্য।

বিসিএস সিলেবাস বিশ্লেষণের প্রয়োজনীয়তা : প্রিলিমিনারি

Necessity of Analyzing BCS Syllabus: Preliminary

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় যারা ফেল করেন তাদের এক বড় অংশ ফেল করেন শুধু বিসিএস প্রিলিমিনারি সিলেবাস বিশ্লেষণ না করার কারণে। তারা গতানুগতিক বিসিএস প্রস্তুতি নেন এবং অকৃতকার্য হন। একটু খেয়াল করলেই দেখবেন বিসিএস সিলেবাসে সাম্প্রতিক অংশের জন্য মাত্র ৪ নম্বর বরাদ্দ আছে কিন্তু আপনি সাম্প্রতিকের জন্য জীবন তছনছ করে ফেলছেন। কেন এমন করছেন? মূলত আপনি সিলেবাস দেখেননি বা দেখলেও ভালোভাবে পর্যবেক্ষণ করেননি। আবার ইংলিশ লিটারেচার রিটেনে নেই তাই হয়ত ভাবছেন বাদ দিয়ে দিবেন কিন্তু এটা হবে মস্তবড় বোকামি। বিসিএস প্রশ্ন এনালাইসিস করলে দেখবেন স্ট্যান্ডার্ড প্রশ্নে ইংলিশ লিটারেচারে ১২+ পাওয়া সম্ভব। আপনি ৩৬, ৩৮ এবং ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করলেই আমার কথার সত্যতা যাচাই করতে পারবেন। বাংলাদেশের ইতিহাস অংশের মানবন্টন খেয়াল করলে দেখবেন সেখানে মাত্র ৬ নম্বর কিন্তু তার জন্য হাবিজাবি কত কিছু শিখছি আমরা। গণিত নিয়ে ভয় পান। ভাবছেন গণিতে ৩০ আছে কিন্তু একটু সিলেবাসটা ঘেটে দেখলেই বুঝতে পারবেন গাণিতিক যুক্তিতে আছে ১৫ আর মানসিক দক্ষতায় ১৫। মানসিকের এই ১৫ নম্বর কিন্তু আপনার গণিতের দুর্বলতা কিছুটা হলেও লাঘব করবে। আশা করি এখন থেকে বিসিএস প্রিলিমিনারি সিলেবাস এনালাইসিস, যাচাই, বাছাই বা পর্যবেক্ষণ করতে পারবেন আপনি নিজেই।কোনো প্রয়োজন হলে জয়েন করুন ফেসবুক গ্রুপে

বিসিএস সিলেবাস বিশ্লেষণের প্রয়োজনীয়তা : রিটেন

Necessity of Analyzing BCS Syllabus: Written

বিসিএস প্রিলিমিনারি সিলেবাসের মতো বিসিএস রিটেন সিলেবাস বিশ্লেষণ অত্যন্ত জরুরি। আপনি চাইলে বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি নেওয়ার সময়ই বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাসে চোখ বুলিয়ে নিতে পারবেন। আপনি হয়ত ভাবছেন প্রিলি তো মানসিক দক্ষতা দিয়ে পাস করে ফেলেবেন কিন্তু রিটেনে গণিত না পারলে একদম ধরা খাবেন। আমি বলব সিলেবাসটা একটু দেখুন। গণিতে ৫০ আর মানসিক দক্ষতাতে আছে ৫০ নম্বর। দিন-রাত ম্যাথ করার কোনো যুক্তি নেই। ম্যাথে ৫০ এর মধ্যে ২০-২৫ পেয়ে অনেকেই প্রশাসন, পুলিশ বা অন্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হচ্ছেন প্রতিবছর। বিসিএস রিটেনের প্রশ্ন দেখলেই বুঝতে পারবেন শুধু ইংরেজি রচনাতেই আছে ৫০ নম্বর!তাই প্রিলির মতো রিটেনের প্রশ্নও এনালাইসিস করতে হবে। ইংরেজিতে প্রায় সব ফ্রি হ্যান্ড রাইটিং তাই গ্রামার নিয়ে অযথা ভয় পাওয়ার কিছু নেই। আন্তর্জাতিক নিয়ে হয়ত ভীষণ ভয়ে আছেন কিন্তু সেই আন্তর্জাতিকে আছে ১০০ নম্বর আর বাংলাদেশে ২০০। তাই বিসিএস প্রিলি সিলেবাসের মতো বিসিএস রিটেন সিলেবাসটাও দেখুন। রিটেন সিলেবাস দেখে অনেকে ঘাবড়ে যায় কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে না হলেও অন্তত কোন বিষয়ে কত নম্বর আছে সেটা দেখুন আর রিটেনের প্রশ্ন দেখে ধারণা আরও  সুস্পষ্ট করুন। তবে রিটেন সিলেবাস দেখে আমার ধারণা সবার একটু ভয় লাগে তবে ভয় পাওয়ার কিছু নেই। সাহস করে পরীক্ষায় সব লিখে আসতে হবে।

বিসিএস সিলেবাস সফট কপি নয় বরং প্রিন্ট করুন। প্রিন্ট করলে অনেক কিছু স্বচ্ছ পানির মতো চোখে ধরা পড়বে। আবারও বলছি প্রিন্ট করুন, প্রিন্ট করুন এবং কয়েকবার দেখুন, আবার দেখুন।

নতুন নিয়মের বিসিএস সিলেবাস ও পরীক্ষা পদ্ধতি

বিসিএস সিলেবাস লিংক PDF

BCS Preliminary Syllabus

BCS Written Syllabus

শেয়ার করুন বন্ধুর সাথে

Leave a Reply

Your email address will not be published.