বিসিএস প্রিলির কতদিন পর রিটেন হয়

By | 06/09/2023
বিসিএস প্রিলির কতদিন পর রিটেন হয়

বিসিএস প্রিলির কতদিন পর রিটেন হয় আসলে এই প্রশ্নের নির্দিষ্ট কোনো উত্তর কারো জানা নেই। এটা সম্পূর্ণ সরকারী কর্ম কমিশনের সিদ্ধান্তের উপর নির্ভর করে। যেমন ৩৭তম বিসিএস প্রিলি অনুষ্ঠিত হয়েছিল  সেপ্টেম্বর ৩০, ২০১৬। রেজাল্ট দিয়েছিল নভেম্বর ১, ২০১৬ এবং রিটেন শুরু হয়েছিল ফেব্রুয়ারির ৮ তারিখ, ২০১৭ সালে অর্থাৎ ৩ মাস বলা যেতে পারে। ৩ মাস রিটেনের প্রস্তুতির জন্য অবশ্যই খুব কম সময়। সব সময় এমন হবে এমন কোনো বাঁধাধরা নিয়ম নেই। লিখিত পরীক্ষা ৬ মাস পরেও হতে পারে। আপনি প্রিলির রেজাল্টের পর মিনিমাম ৫ মাস সময় পাবেন এটা ধরে প্রস্তুতি নিতে পারেন কারণ এখন বিসিএস পরীক্ষা আগের চেয়ে অনেক সময় মেনে হয় অর্থাৎ হঠাৎ করে কোনো তারিখ দেওয়া হয় না যেটা আগে করা হত। সোহরাব হোসাইন পরীক্ষা অনুষ্ঠিত হবার তারিখের ব্যাপারে খুবই সচেতন। আশা করি এই কালচারটা চলমান থাকবে।

প্রিলিমিনারি রেজাল্টের নিচের দিকে সম্ভাব্য রিটেন পরীক্ষার তারিখ উল্লেখ করা হয়। সেদিকে খেয়াল রাখুন।

আপনি যদি মনে করেন আপনার প্রিলি ভালো হয়েছে আপনি কাট অফ মার্ক অতিক্রম করবেন তাহলে পুরোদমে প্রস্তুতি নেওয়া শুরু করুন। 

আর যদি বিসিএস প্রিলি পাস করা নিয়ে সংশয় থাকে তাহলে রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত এটা করুন

মনে রাখবেন আপনার প্রিলিমিনারি প্রস্তুতি যদি ডাইজেস্ট বা জব সলিউশন বেইজড হয় তাহলে আপনাকে রিটেন পরীক্ষার সময় যথেষ্ট বেগ পেতে হতে পারে। অন্যদিকে সিরিজভিত্তিক preliminary preparation হলে আপনি কিছুটা সুবিধা অবশ্যই পাবেন।

আসলে বিসিএস প্রিলির কতদিন পর রিটেন হয় এটা নিয়ে খুব বেশি উদ্বিগ্ন হবার কোনো কারণ নেই কারণ সময় কিন্তু সবাই একই পরিমান পাবে।

নিরন্তর শুভ কামনা

শেয়ার করুন বন্ধুর সাথে

Leave a Reply

Your email address will not be published.