বিসিএস প্রিলিমিনারি রেজাল্টের আগে যা করবেন

By | 06/09/2023
BCS written preparation before result

আপনার প্রিলিমিনারি পরীক্ষা কেমন হয়েছে? আশা করি ভালো হয়েছে। আশা করি আপনি পরবর্তী রিটেন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এবার তাহলে পুরোদমে পড়াশোনা শুরু করুন। না কি ভাবছেন রেজাল্ট দিক তারপর পড়ব যদি ফেল মারি? আপনি ফেল করলেও লস নেই যদি রেজাল্টের আগ পর্যন্ত নিচের দিকনির্দেশনা অনুযায়ী প্রস্তুতি নিন। লেখাটি মূলত তাদের জন্য যারা ভাবছেন প্রিলি পাস করবেন বা একটুর জন্য প্রিলি ছুটে যেতে পারে। যারা ২০-৩০ নম্বরের জন্য প্রিলিতে অকৃতকার্য হবেন তারা বিশ্রাম নিন, মন শক্ত করুন। আবার শক্তি সঞ্চয় করে প্রিলিমিনারির জন্য ঝাঁপিয়ে পড়ুন

তবে সবার আগে প্রিলিমিনারি প্রস্তুতিতে ভুলগুলো শুধরে ফেলুন এবং পরবর্তীতে এই ভুলগুলো না করার শপথ নিন

ধরলাম ১ মাস পর প্রিলির ফলাফল দিবে মানে হাতে আছে মাত্র ৩০ দিন। এই ৩০ দিন BCS cut marks কত সেটা নিয়ে ব্যাপক গবেষণা না করে, ফেসবুকে ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট না করে বরং নির্ভরযোগ্য একটি দুইটি সোর্স থেকে আপনার সম্ভাব্য নম্বর হিসাব করুন।

৩০ দিন ফুল স্পিডে পড়া হয়ত হবে না কিন্তু পড়া শুরু করলে এগিয়ে থাকবেন এটা নিশ্চিত। প্রথম ২-৩ দিন বিগত রিটেন পরীক্ষার সিলেবাস ও প্রশ্ন নেড়েচেড়ে দেখুন; একটা ধারণা নিন লিখিত পরীক্ষা নিয়ে। ভয়ের কিছু নেই কারণ লিখিত পরীক্ষায় মূলত বাংলাদেশ ও আন্তর্জাতিকে আনকমন প্রচুর প্রশ্ন আসে। প্রশ্ন কমন পড়বে আর আপনি লেখা ঢেলে দিবেন এই চিন্তা বাদ দিন। আপনি কিছুক্ষণ চিন্তা করলে অবশ্যই লিখে আসতে পারবেন। So Chill!

ম্যাথ করুন বুঝে শুনে

প্রতিদিন ম্যাথ করুন মিনিমাম ১ ঘণ্টা তবে ৩-৪ ঘণ্টা ম্যাথ করার কোনো যুক্তি নেই কারণ ম্যাথে কিন্তু মাত্র ৫০ নম্বর। বাকি ৫০ মানসিক দক্ষতায়। যারা গণিতে দুর্বল তাদের জন্য এটা কিন্তু golden opportunity। তাই এই সময়টা কাজে লাগান।

বিজ্ঞান, কম্পিউটার ও ইলেকট্রনিক্স পড়ুন

নবম-দশম শ্রেণির সাধারণ বিজ্ঞান বইটি বিসিএস রিটেনের সিলেবাস অনুযায়ী পড়ুন। প্রথমে এক চ্যাপ্টার মনোযোগ দিয়ে রিডিং পড়ুন। তারপর সেই চ্যাপ্টার থেকে আসা বিগত বিসিএস পরীক্ষার প্রশ্নগুলো পড়ুন। গাইড না কেনা হলে বিগত প্রশ্ন দেখে প্রশ্ন বের করে পড়ুন। প্রশ্নগুলো বুঝে পড়ুন। না বুঝলে ইন্টারনেটের সহায়তা নিন। এভাবে চালিয়ে যান রেজাল্টের দিন পর্যন্ত। ৪০তম বিসিএস লিখিত পরীক্ষা দেওয়ার সময় আমি Scinece Hour গাইডটি কিনেছিলাম, অযথা আলোচনা নাই, অপ্রয়োজনীয় প্রশ্ন নেই। আমার ভালো লেগেছিল অন্য গাইডের তুলনায়।

ইজি কম্পিউটার বই পড়ুন। এক অধ্যায় রিডিং পড়ুন। শেষ হলে বিগত বিসিএস প্রশ্ন ধরে ধরে পড়ুন।

ইলেকট্রনিক্স বিজ্ঞানের গাইড থেকে পড়ুন। না থাকলে অপেক্ষা করুন। আমার ইউটিউবে সম্পূর্ণ ইলেকট্রনিক্স কোর্স করানোর ইচ্ছা আছে ফ্রিতে। লেখার নিচে ইউটিউব চ্যানেল পাবেন। চেক করুন কোর্স শুরু হয়েছে কি না।

অনুবাদ করুন নিয়মিত

অনুবাদে কিন্তু ৬৫ নম্বর! দেখেছেন?

প্রথম আলো পত্রিকার অনলাইন ভার্শনে অনেক আর্টিকেলের ইংরেজি অনুবাদ পাওয়া যায়। সাথে সাথে না পেলেও কয়েক ঘণ্টা বা আরও পরে পাওয়া যায়। ইংরেজি পাওয়া যায় এমন আর্টিকেলের বাংলা থেকে ইংরেজি করুন; প্রতিদিন পাঁচটি বাক্য অনুবাদ করলেও হবে। অনুবাদের পর মিলিয়ে নিন আপনার অনুবাদ কেমন হয়েছে। প্রয়োজনে বাংলা-ইংরেজি ডিকশনারির সাহায্য নিন। অনুবাদের জন্য সম্পাদকীয় অংশ দেখতে পারেন। আপনার ইংরেজিতে ব্যাসিক সমস্যা থাকলে এই আর্টিকেল পড়ুন।

ফ্রি হ্যান্ড রাইটিং চলুক এই সময়

Practice makes a man perfect. কথাটি অনুবাদ ও ফ্রিহ্যান্ড রাইটিং এর জন্যও প্রযোজ্য। এক মাস আগে এগুলো শুরু করলে আপনার দক্ষতা আপনার সহযোদ্ধাদের চেয়ে বৃদ্ধি পেতে পারে। যেকোনো বিষয় নিয়ে লিখুন। যেগুলো নিয়ে আনন্দ পান সেগুলো দিয়ে শুরু করতে পারেন। 

পেপার পড়ুন প্রতিদিন

জনকণ্ঠ পেপার পড়ুন। সরকারের উন্নয়ন ও সরকার সম্পর্কে পজিটিভ দৃষ্টিভঙ্গি এই পত্রিকা খুবই ভালোভাবে ফুটিয়ে তোলে। প্রচুর আর্টিকেল পাবেন এসব নিয়ে। চাইলে ৩-৪ দিন প্রথম আলো বাকি দিনগুলো জনকণ্ঠ এভাবেও পড়তে পারেন যদি প্রথম আলোর ফ্যান হন।

এভাবেই চলুক আপনার এই সময়টা। আশা করি ভালো কিছু হবে।

নিরন্তর শুভ কামনা

শেয়ার করুন বন্ধুর সাথে

Leave a Reply

Your email address will not be published.