সহজভাবে বললে চাকরির পরীক্ষার ক্ষেত্রে আপনি যখন কোনো চাকরির জন্য নিয়োগকারী প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে ভাইভায় অংশগ্রহণ করবেন সেটা হচ্ছে ভাইভা বা রিয়েল ভাইভা আর আপনি যদি চাকরি প্রদানকারী সেই প্রতিষ্ঠানে না গিয়ে কোনো কোচিং সেন্টারে বা ফ্রেন্ড বা অন্য কারও সামনে ভাইভায় অবতীর্ণ হন সেটাকে বলা হয় মক ভাইভা–mock viva।
মক ভাইভার গুরুত্ব
মক ভাইভা real BCS viva হলেও রিয়াল ভাইভার একটা টাচ বা আমেজ থাকে তাই প্রার্থী নিজেকে যাচাই করার সুযোগ পায় তাই একে অবহেলা করার কোনো সুযোগ নেই।
যাদের চাকরি করার অভিজ্ঞতা নেই বা কখনও ভাইভা বোর্ডের মুখোমুখি হয়নি তারা মক ভাইভায় অংশগ্রহণ করলে তাদের জড়তা ও ভয়-ভীতি কাটাতে পারবেন।
আপনি যদি মক ভাইভায় ভালো করেন তাহলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পেতে পারে যা আসল ভাইভা পরীক্ষায় খুবই গুরুত্ব বহন করতে পারে। ১ নম্বরও কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে। হতে পারেন ক্যাডার বা নন ক্যাডার।
মক ভাইভা রেকর্ড করে রাখুন। আপনার দোষ-ত্রুটি ধরতে পারবেন প্লাস আর কোথায় কোথায় উন্নতির সুযোগ আছে সেটা অনুধাবন করতে পারবেন।
মক ভাইভার মাধ্যমে নিজেকে জানুন Know Thyself
- আপনি হয়ত ভাবতে পারেন আপনি আন্তর্জাতিক বিষয়াবলিতে ভালো কিন্তু মক ভাইভায় অংশগ্রহণ করার পর বুঝলেন আপনার জানায় স্বল্পতা আছে। তাই সময় থাকতে সাবধান হন।
- আপনার হয়ত কথা বলার সময় মাথায় হাত দিয়ে চুল চুলকানোর বদঅভ্যাস থাকতে পারে যেটা হয়ত আপনি জানেনই না তাই অন্তত বন্ধুর সামনে মক ভাইভা দিন। সিনিয়র কেউ যারা ইতোমধ্যে বিসিএস পরীক্ষার মাধ্যমে চাকরি পেয়েছেন তারা হলে আরও ভালো হয়।
- আপনার কথায় আঞ্চলিকতার ছোঁয়া থাকতে পারে বা বিভিন্ন রকম অদ্ভুত শব্দ আ, এ, ই ইত্যাদি করতে পারেন এবং আপনি হয়ত সেটা জানেন না। আপনাকে কেউ হয়ত সেটা বলেনি। মক ভাইভার মাধ্যমে সেটা জানতে পারলে বিষয়টি কিন্তু life changing হয়ে যেতে পারে।
প্রথম মক ভাইভায় ভালো না করলে ভয়ের কিছু নেই। পরেরবার আরও ভালো করার চেষ্টা করুন। বেশি চাপ নেওয়ার কিছু নেই। আসল ভাইভাতে খারাপ করলেও আপনি ফেল করবেন এমন কোনো কথা নেই। আপনি যেসব প্রশ্নের উত্তর দিতে পারছেন না সেসব প্রশ্ন কীভাবে হ্যান্ডেল করছেন সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মক ভাইভাকে অবশ্যই রিয়েল ভাইভার মতো গুরুত্ব দিবেন। আপনার পোশাক, কথাবার্তা, শব্দচয়ন ইত্যাদি সবকিছু দেখে যেন মনে হয় আপনি বিসিএস ভাইভা বোর্ডের সামনে উপস্থিত আছেন। এটা তো আসল ভাইভা না তাই ফর্মাল স্যুট পরি নাই, আসল ভাইভার সময় পরব এরকম চিন্তা বাদ দিন। Be SERIOUS!
আশা করি বুঝতে পেরেছেন মক ভাইভা কী এবং এর গুরুত্ব ও তাৎপর্য। তাহলে নিয়ে ফেলুন বিসিএস ভাইভা প্রস্তুতি
লেখক : শাহেদ হোসাইন। তিনি ৪১তম বিসিএস নন ক্যাডার থেকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন টেকনিক্যাল স্কুল ও কলেজের ৯ম গ্রেডের ইনসট্রাক্টর (জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস) পদে কর্মরত। যোগদানের পূর্বে তিনি সরকারি একটি শিক্ষা প্রতিষ্ঠানে “প্রশাসনিক কর্মকর্তা” ছিলেন। এর আগে তিনি ৩৭তম বিসিএস নন ক্যাডার থেকে সহকারী রাজস্ব কর্মকর্তা (কাস্টমস এন্ড ভ্যাট) হিসাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এ কর্মজীবন শুরু করেন। জয়েন গ্রুপ BCS Hacks ,সাবস্ক্রাইব BCS Hacks এবং ফলো Shahed Hossain