সবাই বিসিএস ক্যাডার হতে পারবেন না এই নির্মম বাস্তবতাটা আমাদেরকে মেনে নিতেই হবে। প্রকৃতপক্ষে অনেক প্রার্থীকে নন ক্যাডার চাকরি নিয়েই সন্তুষ্ট বা অসন্তুষ্ট থাকতে হবে। সত্যি কথা বলতে বিবিধ কারণে সব ক্যাডার সমান জনপ্রিয় না। কিছু কিছু নন ক্যাডার চাকরি কিছু কিছু ক্যাডার চাকরির চেয়ে সুযোগ সুবিধায় এগিয়ে আছে। তবে আপনি বলতেই পারেন ক্যাডার তো ক্যাডারই। আপনার কথায় দ্বিমত করার সাহস আমার নেই। চলুন জেনে নেই বিসিএস নন ক্যাডার বেতন কাঠামো কেমন।
নন ক্যাডার কী?
যে সকল বিসিএস পরীক্ষার্থী প্রিলি, রিটেন এবং সর্বশেষ ধাপ ভাইভায় পাস করেছেন তাদেরকে নন ক্যাডার বলা হয়। সরকারী কর্ম কমিশন অবশ্য বিসিএস পরীক্ষা ছাড়াও নন ক্যাডারের জন্য আলাদা সার্কুলার দিয়ে থাকে। তাই বোঝার সুবিধার জন্য বা কনফিউশন দূর করার জন্য একটিকে বিসিএস নন ক্যাডার এবং অন্যটিকে নন ক্যাডার (নন বিসিএস) বলতে পারেন।
প্রতিবছর বিসিএস পরীক্ষায় লাখ লাখ পরীক্ষার্থী অংশগ্রহণ করেন কিন্তু পদ স্বল্পতার জন্য সবাইকে সুপারিশ করা সম্ভব হয় না তাই সরকারি কর্ম কমিশন যারা ভাইভা পাস করেছেন তাদের বিভিন্ন পদে চাকরি দেওয়ার চেষ্টা করেন। যারা তিনটি ধাপ সফলতার সাথে অতিক্রম করেছেন তাদের মেধাবী না বলার কোনো সুযোগ নেই। তারা অবশ্যই একটি চাকরি পাবার যোগ্য। তবে নন ক্যাডার হলেই যে চাকরি হবে এমন কোনো নিশ্চয়তা নেই। যেমন ৩৬তম বিসিএস নন ক্যাডার থেকে প্রচুর পরীক্ষার্থী চাকরি পায়নি। অন্যদিকে ৩৭, ৩৮ বিসিএস নন ক্যাডার থেকে ঈর্ষণীয় সংখ্যক প্রার্থী চাকরি পেয়েছেন। নন ক্যাডারদের চাকরি দেওয়ার ব্যাপারে সরকারী কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক ব্যাপক আন্তরিকতার পরিচয় দিয়েছেন। মূলত ২৮ বিসিএস থেকে নন ক্যাডার পদে সুপারিশ করা হয়।
নন ক্যাডার চাকরি পাওয়ার নিয়ম
বিসিএস লিখিত পরীক্ষা ৯০০ নম্বরের হলেও নন ক্যাডার বিবেচনার ক্ষেত্রে ৭০০ নম্বর হিসাব করা হয়। বাংলা দ্বিতীয়পত্র এবং বিজ্ঞান বাদ দিয়ে হিসাব করা হয়। এর সাথে হিসাব করা হয় ভাইভার নম্বর।কেউ শুধু জেনারেলে পাস করেও জেনারেল/টেকনিকাল নন ক্যাডার চাকরি পেতে পারেন।
নন ক্যাডার চাকরি আবেদনের প্রক্রিয়া
৪০তম বিসিএস থেকে নন ক্যাডার জব পাওয়ার জন্য চয়েজ দেওয়া হয়। যারা ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত হয়নি তারা আবেদন করেন। ৪৫তম বিসিএস থেকে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আবেদনের সময়ই নন ক্যাডার পদে আবেদন করা যায়। তার মানে যেদিন বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল দিবে সেদিনই জানা যাবে কে কোন ক্যাডার পেল আর কে নন ক্যাডার পেল। আগের মতো বছরের পর বছর তীর্থের কাকের মতো অপেক্ষা করতে হবে না। নতুন নন ক্যাডার বিধি।
নন ক্যাডার চাকরির গ্রেড
সরকারী কর্ম কমিশন ৯ম থেকে ১২তম গ্রেড পর্যন্ত বিসিএস নন ক্যাডার পদে সুপারিশ করে থাকে।
বিসিএস নন ক্যাডার বেতন সর্বসাকূল্যে
৯ম গ্রেড
আপনি যদি ৯ম গ্রেডে সুপারিশপ্রাপ্ত হন, তাহলে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী আপনার মূল বেতন বা ব্যাসিক হবে ২২ হাজার টাকা। এর সাথে যুক্ত হবে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা।
বাড়ি ভাড়া আপনার পোস্টিং এর উপর নির্ভর করে। ঢাকা সিটি করপোরেশন এলাকায় পোস্টিং হলে সেটা হবে ৫৫%। যদি অন্যান্য সিটি কর্পোরেশন এলাকায় পোস্টিং হয় তাহলে হবে ৪৫% এবং অন্যান্য এলাকায় কর্মস্থল হলে বাড়ি ভাড়া ভাতা হবে ৪০%।
চিকিৎসা ভাতা পাবেন ১৫০০ টাকা
তাহলে আপনি মোট কত বেতন পাবেন সেটা বুঝতে নিচের চার্টে লক্ষ্য করুন।
বিসিএস নন ক্যাডার বেতন (৯ম গ্রেড)
কর্মস্থল | মূল বেতন বা বেসিক | বাড়ি ভাড়া | চিকিৎসা ভাতা | মোট (টাকা) |
---|---|---|---|---|
ঢাকা সিটি করপোরেশন | ২২,০০০ | ১২,১০০ (৫৫%) | ১,৫০০ | ৩৫,৬০০ |
অন্যান্য সিটি কর্পোরেশন | ২২,০০০ | ৯,৯০০ (৪৫%) | ১,৫০০ | ৩৩,৪০০ |
অন্যান্য এলাকায় | ২২,০০০ | ৮,৮০০ (৪০%) | ১,৫০০ | ৩২,৩০০ |
১০ম থেকে ১২তম গ্রেড
যদি ১০ম গ্রেডে সুপারিশপ্রাপ্ত হন তাহলে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী আপনার মূল বেতন বা ব্যাসিক হবে ১৬,০০০ টাকা, ১১তম গ্রেডে হলে হবে ১২,৫০০ টাকা এবং ১২তম গ্রেডে হলে হবে ১১,৩০০ টাকা। এর সাথে আপনি পাবেন বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা।
১০ম থেকে ১২তম গ্রেড পর্যন্ত বাড়ি ভাড়া
ঢাকা সিটি করপোরেশন এলাকায় পোস্টিং হলে সেটা হবে ৬০%। যদি অন্যান্য সিটি কর্পোরেশন এলাকায় পোস্টিং হয় তাহলে হবে ৫০% এবং অন্যান্য এলাকায় কর্মস্থল হলে বাড়ি ভাড়া ভাতা হবে ৪৫%।
১০ম থেকে ১২তম গ্রেড চিকিৎসা ভাতা ১৫০০ টাকা
নিচের চার্টে লক্ষ্য করুন।
বিসিএস নন ক্যাডার বেতন (১০ম থেকে ১২তম গ্রেড)
কর্মস্থল | মূল বেতন বা বেসিক | বাড়ি ভাড়া | চিকিৎসা ভাতা | মোট (টাকা) |
---|---|---|---|---|
ঢাকা সিটি করপোরেশন | ১৬,০০০/১২,৫০০/১১,৩০০ | ৬০% | ১,৫০০ | ২৭,১০০/২১,৫০০/১৯,৫৮০ |
অন্যান্য সিটি কর্পোরেশন | ১৬,০০০/১২,৫০০/১১,৩০০ | ৫০% | ১,৫০০ | ২৫,৫০০/২০,২৫০/১৮,৪৫০ |
অন্যান্য এলাকায় | ১৬,০০০/১২,৫০০/১১,৩০০ | ৪৫% | ১,৫০০ | ২৪,৭০০/১৯,৬২৫/১৭,৮৮৫ |
তবে মোট বেতন থেকে যৌথবীমা তহবিল, কল্যাণ তহবিল ও স্ট্যাম্প ডিউটি কর্তন করা হয় তাই কয়েক শত টাকা কম পাওয়া যায়। যেমন ১০ম গ্রেডের কেউ উপজেলায় চাকরি করলে ২৪,৭০০ এর বদলে ২৪,৪৪০ টাকা পেয়ে থাকেন।
কিছু জনপ্রিয় নন ক্যাডার চাকরি (৯ম গ্রেড/প্রথম শ্রেণি)
- সহকারী সচিব, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়
- সাবরেজিস্ট্রার, নিবন্ধন অধিদপ্তর, আইন ও বিচার বিভাগ
- উপজেলা নির্বাচন অফিসার,নির্বাচন কমিশন অফিস
- সহকারী পরিচালক, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
- সহকারী পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
- সহকারী পরিচালক, পাসপোর্ট অধিদপ্তর
- সহকারী পরিচালক, সরকারী কর্ম কমিশন
- কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক
- উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, খাদ্য মন্ত্রণালয়
কিছু জনপ্রিয় নন ক্যাডার চাকরি (১০ম গ্রেড, ১১তম গ্রেড)
- সহকারী রাজস্ব কর্মকর্তা (কাস্টমস ও ভ্যাট)
- ট্যাক্স ইন্সপেক্টর
- প্রশাসনিক কর্মকর্তা, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়
- ডেপুটি জেলার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় (১১তম গ্রেড)
আশা করি বিসিএস নন ক্যাডার বেতন কেমন সেটা নিয়ে স্পষ্ট একটি ধারণা পেয়েছেন।
# সহকারী রাজস্ব কর্মকর্তা কততম গ্রেড?
১০ম গ্রেড
# ১১ তম গ্রেডের মোট বেতন কত?
মূল বেতন ১২,৫০০ টাকা। এর সাথে যুক্ত হবে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা। উপরের চার্টে দেখুন।
# ১২ তম গ্রেডে বেতন কত?
মূল বেতন ১১,৩০০ টাকা।উপরের চার্টে দেখুন।
১০ তম গ্রেডে বেতন কত
মূল বেতন ১৬০০০ টাকা। এর সাথে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা যুক্ত করুন।
# 18 grade salary in Bangladesh
১৮তম গ্রেডে মূল বেতন ৮৮০০ টাকা। উপরের চার্টে দেখলে মোট বেতন নিয়ে ধারণা পাবেন।
নিরন্তর শুভ কামনা।
লেখক : শাহেদ হোসাইন। তিনি ৪১তম বিসিএস নন ক্যাডার থেকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন টেকনিক্যাল স্কুল ও কলেজের ৯ম গ্রেডের ইনসট্রাক্টর (জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস) পদে কর্মরত। যোগদানের পূর্বে তিনি সরকারি একটি শিক্ষা প্রতিষ্ঠানে “প্রশাসনিক কর্মকর্তা” ছিলেন। এর আগে তিনি ৩৭তম বিসিএস নন ক্যাডার থেকে সহকারী রাজস্ব কর্মকর্তা (কাস্টমস এন্ড ভ্যাট) হিসাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এ কর্মজীবন শুরু করেন। জয়েন গ্রুপ BCS Hacks ,সাবস্ক্রাইব BCS Hacks এবং ফলো Shahed Hossain