ম্যাজিস্ট্রেট এর বেতন কত Salary of a Magistrate?

By | 19/01/2023
ম্যাজিস্ট্রেট এর বেতন কত

চারিদিকে চলছে বিসিএস উৎসব। এই উৎসবে যোগ দিয়েছেন লাখ লাখ চাকরিপ্রার্থী। এদের এক বড় অংশের প্রথম চয়েস হচ্ছে বিসিএস প্রশাসন ক্যাডার।প্রশাসন ক্যাডারকে আমাদের সমাজে অনেকে ম্যাজিস্ট্রেট বলে থাকেন যদিও তাদের ম্যাজিস্ট্রেট বলা মোটেই ঠিক না। চলুন জেনে নেই একজন ম্যাজিস্ট্রেটর বেতন কত।

একজন ম্যাজিস্ট্রেট এর বেতন কত বাংলাদেশে BCS Magistrate Salary in Bangladesh

বিসিএস পরীক্ষার্থীর একটা বড় অংশের টার্গেট থাকে ম্যাজিস্ট্রেট হওয়া। একটা বিষয় জেনে রাখা ভালো সেটা হচ্ছে ম্যাজিস্ট্রেসি মূলত একটি দায়িত্ব। ম্যাজিস্ট্রেট নামে বিসিএস পরীক্ষায় কোনো নির্দিষ্ট ক্যাডার নেই। সাধারণত আমাদের সমাজে যারা ম্যাজিস্ট্রেট হিসাবে পরিচিত তারা মূলত প্রশাসন ক্যাডারের অফিসার।প্রশাসন ক্যাডারের সবাই প্রথমে সহকারী কমিশনার হিসাবে যোগদান করেন। তারপর তাদের মধ্যে কেউ কেউ কাজের প্রয়োজনে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেয়ে থাকেন। তবে তাদেরকে ম্যাজিস্ট্রেট নয় বরং নির্বাহী ম্যাজিস্ট্রেট বলতে হবে। কর্মস্থলের উপর নির্ভর করে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এর মোট বেতন। বাড়ি ভাড়া ও অন্যান্য আর্থিক সুবিধা মিলে সর্বসাকুল্যে ৩৩ হাজার থেকে ৩৭ হাজারের মতো হয়ে থাকে তবে তার মূল বেতন বা বেসিক ২৩,১০০ টাকা। ৯ম গ্রেডের স্কেল ২২ হাজার টাকা হলেও তিনি একটি ইনক্রিমেন্ট পেয়ে থাকেন। বিসিএস ক্যাডারদের বেতন জানতে ক্লিক করুন

ম্যাজিস্ট্রেট এর বেতন কত Salary of a Magistrate

কর্মস্থল মূল বেতন বা বেসিক বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা মোট (টাকা)
ঢাকা সিটি করপোরেশন ২৩,১০০ ১২,৭০৫ (৫৫%) ১,৫০০ ৩৭,৩০৫
অন্যান্য সিটি কর্পোরেশন ২৩,১০০ ১০,৩৯৫ (৪৫%) ১,৫০০ ৩৪,৯৯৫
অন্যান্য এলাকায় ২৩,১০০ ৯,২৪০ (৪০%) ১,৫০০ ৩৩,৮৪০

ম্যাজিস্ট্রেট এর গ্রেড কত Grade of Executive Magistrate

একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের গ্রেড হচ্ছে ৯ম গ্রেড।৯ম গ্রেডের মূল বেতন বা বেসিক হচ্ছে ২২,০০০ টাকা তবে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মূল বেতনের ৫% ইনক্রিমেন্ট পেয়ে থাকেন ফলে এটা হয় ২৩,১০০ টাকা।

নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ প্রথম শ্রেণির গেজেটেড অফিসার।বিসিএস ক্যাডার হলেই যে গ্যাজেটেড হবেন তেমন কিন্তু না। বিসিএস ক্যাডার না হলেও প্রথম বা দ্বিতীয় শ্রেণির গ্যাজেটেড অফিসার হওয়া যায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এর বেতন Salary of Executive Magistrate

ম্যাজিস্ট্রেট দুই প্রকারের হয়ে থাকে।নির্বাহী ম্যাজিস্ট্রেট বা executive magistrate এবং বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট বা judicial magistrate। নির্বাহী ম্যাজিস্ট্রেটের মূল বেতন ২৩,১০০ টাকা। এর সাথে অবশ্যই বাড়ি ভাড়া, চিকিৎসা ইত্যাদি যুক্ত হবে। উপরের চার্ট দেখুন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট হওয়ার উপায়

বিসিএস পরীক্ষা চরম প্রতিদ্বন্দিতামূলক পরীক্ষা। এই পরীক্ষায় প্রতি বছর লাখ লাখ পরীক্ষার্থী অংশগ্রহণ করে থাকেন।দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের সেরা শিক্ষার্থীরা এই তুমুল প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করে থাকেন। মনে রাখুন বিসিএস প্রশাসন ক্যাডার পেতে হলে বিসিএস রিটেন এবং বিসিএস ভাইভা পরীক্ষায় শুধু পাস করলেই হবে না খুব ভালো নম্বর নিয়ে পাস করতে হবে। সাধারণত প্রশাসন ক্যাডারে ২০০-৩০০টি পদ থাকে এবং এটি খুবই লোভনীয় একটি পদ তাই আপনাকে মেধা তালিকায় উপরের দিকে অবস্থান করতে হবে।

ম্যাজিস্ট্রেট হওয়ার যোগ্যতা (শিক্ষাগত)

নির্বাহী ম্যাজিস্ট্রেট হতে হলে আপনাকে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা থাকতে হবে।আপনাকে মাস্টার্স বা ৪ বছর মেয়াদী অনার্স পাস থাকতে হবে। শিক্ষাজীবনে একাধিক ৩য় বিভাগ থাকলে আপনি অযোগ্য।

আপনি এপিয়ার্ড সার্টিফিকেট দিয়েও বিসিএস পরীক্ষায় এপ্লাই করতে পারবেন তবে আপনার সকল লিখিত পরীক্ষা আপনি যেই বিসিএস পরীক্ষায় আবেদন করেছেন সেটার আবেদনের শেষ তারিখের মধ্যে শেষ হতে হবে। ফলাফল প্রকাশ না হলে কোনো সমস্যা নেই।আপনাকে ভাইভা বোর্ডে অবশ্যই তারিখ উল্লেখসহ প্রত্যয়নপত্র জমা দিতে হবে।

আপনার সার্টিফিকেটে ৪ বছর উল্লেখ না থাকলে বিশ্ববিদ্যালয় থেকে আপনার কোর্স যে ৪ বছর মেয়াদী সেটার প্রত্যয়নপত্র সংগ্রহ করতে হবে।

এসএসসি, এইচএসসি ও অনার্স-মাস্টার্স পরীক্ষার সিজিপিএ থেকে বিভাগ হিসাব Division Calcualtion of SSC, HSC, Honours, and Master’s from CGPA

আপনার সিজিপিএ কোন বিভাগ সেটা জানা আবশ্যক।অনার্স বা মাস্টার্সের সিজিপিএ ২-২.২৪ হচ্ছে তৃতীয় শ্রেণি, ২.২৫-২.৯৯ হচ্ছে দ্বিতীয় শ্রেণি এবং ৩.০০-৪.০০ হচ্ছে প্রথম শ্রেণি।

এসএসসি ও এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে যারা ২০০১-২০০৩ সালে অংশগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে ৩.৫ বা এর উপরে পেলে প্রথম শ্রেণি, ২.৫ থেকে শুরু কিন্তু ৩.৫ থেকে কম পেলে দ্বিতীয় শ্রেণি এবং ২.৫ এর চেয়ে কম হলে সেটা হবে তৃতীয় শ্রেণি।

যারা ২০০৪ সাল থেকে অংশগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে ৪ হচ্ছে প্রথম শ্রেণি, ৪ থেকে কম এবং ৩ থেকে শুরু হচ্ছে দ্বিতীয় শ্রেণি এবং ৩ এর কম হলে সেটা হবে ৩য় শ্রেণি।

এসএসসি থেকে শুরু করে অনার্স বা মাস্টার্স পর্যন্ত যদি আপনার সিজিপিএ একাধিকবার ৩য় শ্রেণি হয় তাহলে আপনি নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে অযোগ্য।

এই বিষয়ে বিস্তারিত বিসিএস সার্কুলারের পাবেন।আপনি যেই বিসিএস পরীক্ষায় আবেদন করবেন সেটার সার্কুলার খুবই মনোযোগ দিয়ে একাধিকবার পড়ুন। প্রিন্ট করে নিলে আরও ভালো হবে; সব কিছু আরও স্পষ্ট হবে।

ম্যাজিস্ট্রেট হওয়ার শারীরিক যোগ্যতা

নির্বাহী ম্যাজিস্ট্রেট হওয়ার জন্য আপনাকে আহামরি কোনো শারীরিক যোগ্যতার অধিকারী হতে হবে না। আপনাকে বিসিএস পুলিশ বা বিসিএস আনসার ক্যাডারদের মতো শারীরিক যোগ্যতার প্রয়োজন নেই। আপনাকে অন্যান্য বিসিএস ক্যাডারদের মতো শারীরিক যোগ্যতা থাকলেই হবে। পুরুষদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে সর্বনিম্ন ১৫২.৪ সে.মি. বা ৫ ফুট আর নারীদের ক্ষেত্রে সর্বনিম্ন উচ্চতা ১৪৭.৩২ সে.মি. বা ৪ ফুট ১০ ইঞ্চি। পুরুষদের সর্বনিম্ন ওজন ৪৫ কেজি এবং নারীদের সর্বনিম্ন ওজন ৪০ কেজি।

আশা করি ম্যাজিস্ট্রেট এর বেতন কত এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট হওয়ার বিভিন্ন যোগ্যতা ও শর্তাবলি আপনি এখন ভালোভাবে বুঝতে পেরেছেন। শুধু বেতনের জন্য সাধারণত কেউ নির্বাহী ম্যাজিস্ট্রেট হতে চায় না; এটা একটি সুনাম। ক্ষমতার ব্যবহার করতে কার না ভালো লাগে।আপনারও আশা করি ভালো লাগবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট হওয়ার প্রথম ধাপ হচ্ছে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা পাস করা। আপনি বিসিএস প্রিলিমিনারি পাস করতে চাইলে এই লেখাটি পড়ুন BCS Preparation

শেয়ার করুন বন্ধুর সাথে

Leave a Reply

Your email address will not be published.