বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থীদের জন্য শপথ বাক্য

By | 13/05/2021
  1. আমি শপথ করছি যে পরীক্ষার ২ মাস আগে থেকে মডেল টেস্ট দেওয়া শুরু করব।
  2. আমি শপথ করছি যে ২ মাস আগে না পারলে পরীক্ষার ১ মাস আগে থেকে নিয়মিত অবশ্যই, অবশ্যই এবং অবশ্যই মডেল টেস্ট দিব।
  3. আমি শপথ করছি যে  মডেল টেস্টে নেগেটিভ নম্বর ১০ এর নিচে আনার চেষ্টা করব।
  4. আমি শপথ করছি যে পরীক্ষার ১ মাস আগে থেকে নতুন কিছুই শিখব না।
  5. আমি শপথ করছি যে পরীক্ষার ১ মাস আগে থেকে রিভিশন দেওয়া শুরু করব।
  6. আমি শপথ করছি যে প্রতিদিন ৩০-৬০ মিনিট গণিত করব।
  7. আমি শপথ করছি যে ৩৬, ৩৮ এর মত প্রশ্ন হবে এই ভরসায় পরীক্ষার হলে যাব না।
  8. আমি শপথ করছি যে ৩৫, ৩৭, ৪০ বা ৪১ এর ধাঁচে প্রশ্ন হবে এই ভরসায় পরীক্ষার হলে যাব না।
  9. আমি শপথ করছি যে গণিত, ইংরেজি, বিজ্ঞান, কম্পিউটার এবং বাংলায় জোর দিব।
  10. আমি শপথ করছি যে সাধারণ জ্ঞান নিয়ে বেশি সময় ব্যয় করব না।
  11. আমি শপথ করছি যে সাম্প্রতিকের পিছু বোকার মত অহেতুক ছুটব না।
  12. আমি শপথ করছি যে পরীক্ষার হলে ম্যাথ সবার শেষে করব।
  13. আমি আবার, আবার এবং আবার শপথ করছি যে পরীক্ষার ১ মাস আগে থেকে নতুন কিছুই পড়ব না।
  14. আমি সর্বশেষে শপথ করছি যে পোস্টটি ভাল লাগলে পোস্টটি শেয়ার করব। 

এই শপথ বাক্যগুলো মনে মনে বা উচ্চস্বরে যেভাবেই পড়ুন না কেন, এগুলো মেনে চলুন। ভাল কিছু হবে ইনশাআল্লাহ।

কারও কাছে ২ মাস বেশি সময় মনে হতে পারে মডেল টেস্ট দেবার জন্য।মূলত কারও প্রস্তুতিতে যদি ভুল থাকে, তিনি যেন ঘুরে দাঁড়াতে পারেন তাই ২ মাসের কথা বলা হয়েছে। স্ট্র্যাটেজি ঠিক থাকলে ১ মাস আগে থেকে মডেল টেস্ট দিলেও কোন সমস্যা নেই। আরও কোন কিছু জানার থাকলে কমেন্ট করুন প্লিজ।

নিরন্তর শুভ কামনা 🙂

ধন্যবাদ।

শেয়ার করুন বন্ধুর সাথে

Leave a Reply

Your email address will not be published.