ভাইভা নাকি ভাইবা : শুদ্ধ উচ্চারণ শিখুন

By | 18/12/2022
ভাইভা ভাইবা

যেহেতু শব্দটিতে V ভি আছে তাই উচ্চারণ হবে বিসিএস ভাইভা। যদি শব্দটিতে b থাকত তাহলে উচ্চারণ হত ভাইবা। আশা করি বুঝতে পেরেছেন। এটকে viva voce ভাইভা ভোচি বলা হয়। মূলত viva শব্দটি viva voce এর সংক্ষিপ্ত রূপ।

আপনি যদি একজন বিসিএস প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনার সেরা প্রিলিমিনারি প্রস্তুতির জন্য এই লেখাটি পড়ুন BCS preparation

একই সাথে প্রিলিমিনারি আর লিখিত প্রস্তুতির জন্য এই লেখা পড়ুন বিসিএস প্রিলি ও লিখিত কম্বাইনড প্রস্তুতি

যদি বিসিএস ভাইভা প্রার্থী হয়ে থাকেন, তাহলে এই লেখাগুলো মনোযোগ দিয়ে পড়ুন।BCS viva, ভাইভায় ভালো নম্বর পাওয়ার উপায়, ক্যাডারদের ভাইভা

ভাইভা হচ্ছে সাধারণত যেকোনো চাকরির পরীক্ষার সর্বশেষ ধাপ। এটাতে ভালো করলে চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। প্রস্তুতির শুরু থেকেই ভাইভার জন্য রেডি থাকা উচিত। কথা বলার অভ্যাস গড়ে তুলতে হবে। ইন্ট্রোভার্ট হলে সেটা ধীরে ধীরে কাটিয়ে উঠতে হবে; সামাজিক হতে হবে। প্রশ্নের উত্তর পারাটাই ভাইভার মূল যোগ্যতা নয়। আপনি কীভাবে রেস্পন্স করছেন সেটাও অনেক গুরুত্বপূর্ণ।ভয়কে জয় করতে হবে। নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে।

আপনার যদি ইংরেজিতে বেসিক সমস্যা থাকে এটা পড়ুন। ইংরেজি ও গণিত বেসিক গঠনের সেরা উপায়

আশা করি ভাইভা না কি ভাইবা এই সন্দেহ এখন দূর হয়েছে।

শেয়ার করুন বন্ধুর সাথে

Leave a Reply

Your email address will not be published.