BCS preliminary preparation এর সময় আবেদন করার আগে প্রায় সব ক্যাডার নিয়ে কম বেশি ধারণা থাকা ভালো। জেনেবুঝে ক্যাডার চয়েজ দিলে পরে পস্তাতে হবে না। BCS viva preparation এর জন্য পদসোপান জানা খুব জরুরি। চলুন আলোচনা শুরু করা যাক।
Hierarchy of BCS Audit and Accounts Cadre
অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডারে নব নিয়োগপ্রাপ্ত ক্যাডার কর্মকর্তারা অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে সহকারী মহা হিসাব-রক্ষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে বিভাগীয় প্রশিক্ষণ শেষে যেই কার্যালয়ে পদায়িত হন সেখানকার অর্গানোগ্রাম অনুযায়ী নতুন পদে আসীন হন।
উদাহরণস্বরূপ- বিভাগীয় ও বুনিয়াদি প্রশিক্ষণ শেষে যদি অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডারের কর্মকর্তাকে FIMA/ Audit Directorate-এ পদায়ন করা হয় তাহলে তার পদবী হবে AD (Assistant Director)
যদি তাকে OCAG (Office of the Comptroller and Auditor General) অফিসে পদায়ন করা হয় তাহলে তার পদবী হবে Assistant Director কেননা এই অফিসে ACAG (Assistant Comptroller and Auditor General) পদটি ষষ্ঠ গ্রেডের।
যদি তাকে CAFO (Chief Accounts & Finance Office) তে পদায়ন করা হয় তাহলে তার পদবী হবে ACAFO (Assistant Chief Accounts & Finance Officer)
যদি তাকে রেলওয়ের FA&CAO (East)/FA&CAO (West)/ FA&CAO (Project) অফিসে পদায়ন করা হয় তাহলে তার পদবী হবে AFA&CAO (Assistant Financial Adviser & Chief Accounts Officer)
যদি তাকে ADG (Finance) কার্যালয়ে পদায়ন করা হয় তাহলে তার পদবী হবে AD (Assistant Director)
যদি তাকে CGDF (Controller General Defense Finance) কার্যালয়ে পদায়ন করা হয় তাহলে তার পদবী হবে ACGDF (Assistant Controller General Defense Finance)
যদি তাকে CGDF এর অধীন কোন SFC (Senior Finance Controller)/Area FC (Finance Controller) অফিসে পদায়ন করা হয় তাহলে তার পদবী হবে AFC (Assistant Finance Controller)
যদি তাকে OCGA (Office of the Controller General of Accounts) অফিসে পদায়ন করা হয় তাহলে তার পদবী হবে ACGA (Assistant Controller General of Accounts)
যদি তাকে CGA এর অধীন DCA (Divisional Controller of Accounts) অফিসে পদায়ন করা হয় তাহলে তার পদবী হবে ADCA (Assistant Divisional Controller of Accounts)
উপজেলা বা জেলা পর্যায়ে সাধারণত ক্যাডার কর্মকর্তাদের পদায়ন করা হয় না (জনবলের অপ্রতুলতার কারণে)। Upazilla Accounts Officer পদটি নবম গ্রেডের। UAO (Upazila Accounts Office) তে যদি ক্যাডার কর্মকর্তা কখনো পদায়ন করা হয় তাহলে তিনি সরাসরি Upazila Accounts Officer অর্থাৎ অফিস প্রধান হিসেবেই পদায়িত হবেন কেননা এই পদটি নবম গ্রেডের।
আর District Accounts and Finance Officer পদটি বর্তমানে ষষ্ঠ গ্রেডের (পূর্বে নবম গ্রেডের ছিল)। তাই শুরুতেই হয়তো এই পদে পদায়ন করার কোন সুযোগ নেই। কিন্তু অন্য যে কোন অফিসের ৯ম গ্রেডের পদে পদায়ন করে কিছুদিন পরে চলতি দায়িত্বে এই পদে পদায়ন করার সুযোগ আছে। সেক্ষেত্রেও অডিট ক্যাডারের কর্মকর্তা District Accounts and Finance Officer অর্থাৎ অফিস প্রধান হিসেবেই পদায়িত হবেন।
মোটামুটি এটিই হচ্ছে Audit & Accounts Cadre কর্মকর্তাদের প্রাথমিক পদসোপান। প্রমোশনের পরবর্তী ধাপগুলো পদায়িত অফিসের অর্গানোগ্রাম অনুযায়ী হবে।
সোর্স : আবু বকর সিদ্দিকী, অডিট এন্ড একাউন্টস ক্যাডার, ৩৭তম বিসিএস
আশা করি এখন অডিট ক্যাডারের পদসোপান নিয়ে স্পষ্ট একটি ধারণা পেয়েছেন।
এই ক্যাডারের কার্যক্রম ও অর্গানোগ্রাম জানার জন্য এই সাইট ভিজিট করুন
লেখক : শাহেদ হোসাইন। তিনি ৪১তম বিসিএস নন ক্যাডার থেকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন টেকনিক্যাল স্কুল ও কলেজের ৯ম গ্রেডের ইনসট্রাক্টর (জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস) পদে কর্মরত। যোগদানের পূর্বে তিনি সরকারি একটি শিক্ষা প্রতিষ্ঠানে “প্রশাসনিক কর্মকর্তা” ছিলেন। এর আগে তিনি ৩৭তম বিসিএস নন ক্যাডার থেকে সহকারী রাজস্ব কর্মকর্তা (কাস্টমস এন্ড ভ্যাট) হিসাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এ কর্মজীবন শুরু করেন। জয়েন গ্রুপ BCS Hacks ,সাবস্ক্রাইব BCS Hacks এবং ফলো Shahed Hossain