ক্যাডারদের বিসিএস ভাইভা প্রশ্ন ও উত্তর (বিশাল সংগ্রহশালা)

By | 09/02/2022
বিসিএস ভাইভা প্রশ্ন ও উত্তর
Contents hide

বিসিএস ভাইভা প্রস্তুতি

বিসিএস পরীক্ষার সর্বশেষ ধাপ হচ্ছে বিসিএস ভাইভা। দুইটি ধাপ সফলতার সাথে উত্তীর্ণ হয়ে আপনি যদি এই ধাপে খারাপ করেন তাহলে আপনার দীর্ঘ দিনের সাধনা, পরিশ্রম সবই ব্যর্থতায় পর্যবসিত হতে পারে। তাই আপনাকে ভাইভার জন্য সর্বোচ্চ ইফোর্ট দিতে হবে। সফলদের ভাইভা অভিজ্ঞতা আশা করি আপনার অনেক কাজে লাগবে। নোট করে রাখুন প্রয়োজনীয় পয়েন্টগুলো।

BCS Viva Questions and Answers of Cadres

যারা বিসিএ ক্যাডার হয়েছেন তাদের ভাইভা প্রশ্ন ও উত্তর এখানে দেওয়া হয়েছে। সব প্রশ্নের উত্তর না পেয়ে হতাশ হওয়ার কিছু নেই কারণ ১০০% প্রশ্নের উত্তর পারতে হবে এমন কোনো পূর্বশর্ত নেই। ভাইভায় ভালো করার টেকনিক পাবেন এখানে

৪০তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা

১. ৪০তম বিসিএস এ পুলিশ ক্যাডারে প্রথম স্থান অধিকারীর ভাইভা অভিজ্ঞতা

তারিখঃ ০৩/১০/২০২১ খ্রিঃ

বোর্ডঃ প্রফেসর নূরজাহান বেগম স্যার।

পজিশনঃ সেকেন্ড টু লাস্ট।

বিসিএস ভাইভার সিলেবাসের অথৈ সাগর পাড়ি দিয়ে বোর্ডে বসলে সবারই বুক ধরফর করে। ভাইভা বোর্ডে আমির খানের মত পারফেকশনিস্ট হওয়া সম্ভব নয়। যতটুকু কম ভুল করে বোর্ড থেকে বের হওয়া যায়। আমি এই স্ট্রেটেজি নিয়েই প্রিপারেশান নিয়েছি।

পিএসসির দরজা প্রসঙ্গে অনেক নেগেটিভ রিভিউ শুনেছিলাম তাই সাবধানে দরজা খুলে সালাম দিয়ে ভাইভা বোর্ডে প্রবেশ করলাম।

বোর্ড চেয়ারম্যান সহ বাকিদের ইনডিভিজুয়ালি সালাম দিয়ে চেয়ারম্যান স্যারের অনুমতি নিয়ে চেয়ারে বসলাম।

চেয়ারম্যান স্যার অনেক মনোযোগ দিয়ে আমার কাগজপত্র দেখছিলেন।নাম,ঠিকানা জানতে চেয়ে প্রশ্ন করা শুরু করলেন।

চেয়াঃ আপনার সাবজেক্ট কি ইইই(ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং)?

-জি না স্যার,ইলেকট্রনিকস এন্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং(ইসিই)।

চেয়াঃ আচ্ছা আমার ছেলে তো ইইই তে পড়ে।আপনার সাবজেক্টের সাথে এর পার্থক্য কি?

-স্যার ইইইতে পাওয়ার সিস্টেম নিয়ে আলাদা করে পড়ানো হয়। যা ইসিইতে জাস্ট ওভারভিউ দেওয়া হয়। ইসিইতে ইলেকট্রনিকস এর উপর আলাদা জোর দেওয়া হয় এবং রাডার,ফাইবার অপটিক্স,মাইক্রোওয়েভ,স্যাটেলাইট কমিউনিকেশান,ওয়ারলেস কমিউনিকেশান বিস্তারিত পড়ানো হয়।

আরো কিছু সিমিলারিটিস ও ডিসসিমিলারিটিস বলে উত্তর শেষ করলাম।স্যার বুঝতে পেরে মাথা নাড়লেন।উত্তর দেওয়ার সময়ই বুঝতে পেরেছিলাম নেক্সট প্রশ্ন আসবে বাংলাদেশের পাওয়ার সিস্টেম থেকে।

চেয়াঃ বাংলাদেশে কি কি পদ্ধতিতে পাওয়ার জেনারেট করা হয়?

-আন্সারড।

চেয়াঃ বাংলাদেশে রিনিউবল এনার্জির সোর্স গুলো কি?

-আন্সারড।

চেয়াঃ কয়লা দিয়ে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয়?

-আন্সারড।

চেয়াঃ নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কিভাবে কাজ করে?ফিউশান,ফিশন কোনটা এপ্লাই করা হয়?

-আন্সারড।

তারপর চেয়ারম্যান স্যার এক্স-১ এর কাছে হেন্ডওভার করলেন।

এক্স-১ঃ চয়েজ লিস্ট বলেন।

-বিসিএস পুলিশ,বিসিএস এডমিনিস্ট্রেশন,বিসিএস কাস্টমস……..

এক্স-১ঃ What kind of measures do you suggest to control the corruption in police force?

–আন্সারড।

এক্স-১ঃ What is Policing in Police?

–আন্সারড।

এক্স-১ঃ এটা করতে জেলা পর্যায়ে কাদের দায়িত্ব দেওয়া উচিত?

-আন্সারড।

এক্স-১ঃ পুলিশ ও র‍্যাবের কাজের পার্থক্য কোথায়?

-আন্সারড।

এক্স-১ঃ ছায়া তদন্ত অর্থ কি?

-আন্সারড।

এক্স-১ঃ ডিএসবি, সিটিএসবি কি?

-আন্সারড।

চেয়াঃ আচ্ছা আপনার বয়স তো অনেক কম।প্রথম বিসিএস?কোথায় জব করেন?

-আন্সারড।

চেয়াঃ এত ভাল জায়গায় পোস্টিং,সব সুযোগ সুবিধা পাচ্ছেন তাহলে জব সুইচ করবেন কেন?

-আন্সারড।

চেয়াঃ আপনি কি বিবাহিত?

-জি স্যার।

চেয়াঃ ওয়াইফ কি করে?

-স্যার আমরা একই সংস্থায় আছি।

পরবর্তীতে চেয়ারম্যান স্যার এবং এক্স-১ স্যার বর্তমান চাকরী নিয়ে কিছু প্রশ্ন করেন।

তারপর চেয়ারম্যান স্যার এক্স-২ এর কাছে হেন্ডওভার করেন।উল্লেখ্য বোর্ডে আগে যারা ভাইভা দিয়েছে সবাই বলেছে এক্স-২ ম্যাডাম কোন উত্তর নেন না।যে উত্তর দেওয়া হোক উনাকে সেটিস্ফাই করা যায় নি।

এক্স-২ঃ ইঞ্জিনিয়ারিং পড়ে পুলিশে আসতে চাচ্ছেন কেন?

-আন্সারড।

এক্স-২ঃ পুলিশ রিলেটেড বেসিক আইনগুলোর নাম বলুন।

-আন্সারড।

এক্স-২ঃ পুলিশের ভাবমূর্তি সাধারণ জনগনের কাছে খারাপ কেন?

এই পয়েন্টে এসে আমি বিনয়ের সাথে এক্স-২ স্যারকে কিছু পাল্টা যুক্তি দেই। যুক্তি পাল্টা যুক্তির এক পর্যায়ে ম্যাডাম রেগে গিয়ে বললেন এমন একটা সেক্টর বলুন যেখানে পুলিশের বিরুদ্ধে কোন অভিযোগ নেই।

-প্রশ্নের ধরণ শুনে আমি চুপ ছিলাম।আর কথা বাড়াতে চাচ্ছিলাম না।

চেয়ারম্যান স্যার বিষয়টা বুঝতে পেরে ফ্লোর নিয়ে নিলেন।

চেয়াঃ আপনার আসনের এমপি নাম কি?

-আন্সারড।

চেয়াঃ কুমিল্লা টাউনহলের ইতিহাস বলুন।

-আন্সারড।

চেয়াঃ বধ্যভূমি কাকে বলে?

-আন্সারড।

চেয়াঃ সিপাহী বিদ্রোহ কেন হয়েছিল?ব্যারাকপুর কোথায়?

-আন্সারড।

চেয়ারম্যান স্যার আবার এক্স-২ কে প্রশ্ন করতে বললেন।

এক্স-২ঃ আপনার ইঞ্জিনিয়ারিং নলেজ পুলিশে কিভাবে এপ্লাই করবেন?

-আন্সারড।

এক্স-২ঃ বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট এর কিছু অসুবিধা বলুন।

-সব স্যাটেলাইট স্পেসেফিক পারপাসে ডিজাইন করা।ম্যাডাম আসলে কি জানতে চাচ্ছিলেন আমি বুঝি নাই।পূর্ব অভিজ্ঞতার কারনে বিনয়ের সাথে জানা নেই বলে স্কিপ করলাম।

এক্স-২ঃ আপনি একটু আগে উন্নত বিশ্বের মতো অন ডিউটিরত পুলিশের গায়ে বডি ক্যামেরা সেট করার কথা বলেছেন।স্যাটেলাইটের মাধ্যমে এগুলা নিয়ন্ত্রন করা যাবে?

-লজিকাল উত্তর দিয়েছি।স্যার নেন নি তবে চেয়ারম্যান স্যার উত্তরে সন্তুষ্ট হলেন।

চেয়াঃ ঠিকাছে আপনি তাহলে আসুন।

কাগজপত্র বুঝে নিয়ে আমি সালাম দিয়ে দরজা খুলতে যাবো এমন সময় চেয়ারম্যান স্যার ডাক দিলেন।স্যারের দিকে আসতে বললেন।

চেয়াঃ আপনার হাইট কত?

-স্যার সিক্স ফিট টু ইঞ্চ।

চেয়াঃ এই উচ্চতার জন্য বডি ঠিক রাখতে ডেইলি কত ক্যালরী খাদ্য খেতে হয় জানেন?

-দুঃখিত স্যার।জানা নেই।

চেয়াঃ জেনে নিবেন।আর পুলিশের ট্রেনিং তো কষ্টের, ওজন আরেকটু কমাতে হবে।

-জি স্যার।

চেয়াঃ বেস্ট অফ লাক।

তিনজনকে ইন্ডিভিজ্যুয়ালি সালাম দিয়ে দরজা সাবধানে বন্ধ করে বাইরে আসলাম।

ফাইজুল করীম আদর

৪০তম বিসিএস পুলিশ (সুপারিশপ্রাপ্ত)

মেধাক্রম-০১

২. Abu Bakkar Siddique , অডিট এন্ড একাউন্টস ক্যাডার, ৩৭তম বিসিএস ভাইভা

তারিখ: ০৪-০৫-২০১৭

বোর্ড: আনোয়ারা ম্যাডাম

১ম ও একমাত্র পছন্দ: অডিট এন্ড একাউন্টস

সময়: ৮-১০ মিনিট

একাডেমিক বিষয়: Accounting & Information Systems

প্রতিষ্ঠান : ঢাকা বিশ্ববিদ্যালয়।

অনুমতি নিয়ে সালাম দিয়ে ভিতরে প্রবেশ করলাম

Ch: FBS এর অনার্সের সনদপত্রে কেন রেজাল্ট লেখা থাকেনা?

Me: বললাম জানা নেই।

Ch: অডিট এন্ড একাউন্টস এর সর্বোচ্চ পদ কী?

Me: C&AG।

Ch: সাংবিধানিক পদগুলোর নাম জানতে চাইলো?

Me: পিএসসির চেয়ারম্যান, প্রধান বিচারপতি, স্পিকার, প্রধানমমন্ত্রী, রাষ্ট্রপতি, ন্যায়পাল (কিন্ত Nervousness এর কারনে C&AG বলতেই ভুলে গেছি)।

Ch: ন্যায়পাল পদ কি বাংলাদেশে আছে?

Me: কর ন্যায়পাল ছিল মোঃ খায়রুজ্জামান চৌধুরী কিন্ত বর্তমানে পদটি বিলুপ্ত।

Ex-1: সরকারী নিরীক্ষার প্রধান উদ্দেশ্য কী?

Me: Transparency,Accountable ensure করা।

Ex-1: Pre-Audit & Post Audit কী?

Me: একটি বিল প্রস্তুত হবার আগে আর আরেকটি বিল প্রস্তুত হবার পর করা হয়।

Ex-1: কোনটি ভাল জানতে চাইলেন?

Me: পারি নাই স্যারর নিজেই বললেন Post Audit is better.

Ch: দাদার বাড়ি কোথায়?

Me: বললাম লক্ষীপুর। কিন্ত নদীগর্ভে বিলীন হবার কারণে ঢাকা ই বর্তমান ও স্থায়ী ঠিকানা।

Ex-2: অবাক হয়ে বললেন ম্যাডামকে, ১টি চয়েস কি দেয়া যায়?

Ch: যাবে না কেন?

Ch: বললেন তুমি এবার আসতে পার।

Me: সালাম দিয়ে চলে আসলাম।

সবার দোয়ার বদৌলতে আমার ফলাফলঃ

বিসিএস অডিট এন্ড একাউন্টস ক্যাডারে ২য় স্হান।

৩. সাদ্দাম মুর্শেদ তালুকদার, ৩৭তম বিসিএস ভাইভা

বোর্ড- নূরজাহান, NDC

সময়- ১২/১৩ মিনিট।

বোর্ড এ ঢুকে মনে হলো- তারা আমার কত চেনা, কত আপন!

প্রশ্নমালা :

Introduce yourself

(প্রায় সব এখান থেকেই প্রশ্ন হলো)

Why administration?

How you can implement your physics knowledge at administration?

আর্কিমিডিস এর ল টা বুঝিয়ে বলেন?

থিওরি অব রিলেটিভিটি কী?

সার্ন কী? কী কাজ হয়?

E= mcc কী? বুঝিয়ে বলেন?

ম্যাজিস্ট্রেট হলে কী করবেন?

১৪৪ ধারায় কী করবেন?

মোবাইল কোর্ট কী কাজ করে?

ভেজাল পন্য কিভাবে নষ্ট করবেন?

নেত্রকোনার বিখ্যাত কে কে আছে?

খেলাধূলা করেন? কোনটা ভাল পারেন?

বেডমিন্টনে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন কে?(মনে নাই!)

বই পড়তে ভালবাসেন?

জাফর ইকবাল, হুমায়ূন আহমেদের কোনো বই পড়েছেন?

কবিতা আবৃত্তি করতে পাড়বেন? করেন।

জাফর ইকবাল কোন সাবজেক্ট এর?

তার স্ত্রী কোন সাবজেক্ট এর?

তারা এখন কোথায়?

আপনি যে স্কুলে আছেন সেটা কোন কারিকুলামের? ফিজিক্সের কী কী পড়ান?

রিটেন কেমন হয়েছিলো- (বলেছি আলহামদুলিল্লাহ)

৩৬তম তে এডুকেশন পেয়েও এডমিনে কেন আসতে চান?

৪.  Md Masud Rana, ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডার

তারিখ : ০২/০৪/২০১৭ খ্রি:

পছন্দক্রম:

১. বিসিএস প্রশাসন

২.বিসিএস পুলিশ

৩.বিসিএস নিরীক্ষা ও হিসাব

৪. বিসিএস ইকনমিক

৫. বিসিএস কর

বোর্ড উজ্জ্বল বিকাশ দত্ত স্যার। সাথে এক্সটারনাল আরো ২ জন।

আমিই ছিলাম প্রথম প্রার্থী। আমার ডাক পড়লো মার্জিত ভাবে দরজা খুলে স্যারদের অনুমতি নিয়ে প্রবেশ করলাম। কাছে গিয়ে সালাম দিলাম। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর চেয়ারম্যান স্যার আমার সার্টফিকেটগুলো দেখতে দেখতে বসতে বললেন।

হার্টবিট বেড়ে গেছে দারুন।।

প্রশ্ন: How do you relate your subject with BCS Administration?

আমি: Sir Bangladesh is an agricultural country. My educational background is Agriculture Engineering . Admisnistration cadres are dealing with mass people. About 80% people of our country directly or indirectly related to agriculture. I think I can understand their sentiment. I would llike to say my ssubject is much related with Administration.

প্রশ্ন: সংবিধানের সংশোধনী কয়টা হইছে?

আমি: ১৬ টা স্যার।

প্রশ্ন: কোনটা ভালো লাগছে তোমার?

আমি: স্যার ১৫ তম টা।

প্রশ্ন: কেনো?

আমি: স্যার ১৯৭২ সালের মুলনীতি ফিরিয়ে আনা হয়েছে। ৪(ক) অনুচ্ছেদে জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের কথা বলা হইছে। তিনটা নতুন তফসিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের সেই আগুন ঝরা ভাষণ, ২৫ শে মার্চ দিবাগত রাত তথা ২৬ শে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা, ১০ এপ্রিল দিনাজপুরের কৃতি সন্তান অধ্যাপক ইউসুফ আলী কর্তৃক পঠিত স্বাধীনতার ঘোষণাপত্র।

প্রশ্ন: Say the declaration of independence..

আমি: “This may be my last message, from today Bangladesh is Independent. I call upon the people of Bangladesh wherever you might be and with whatever you have, to resist the occupation army to the last. Your fight must go on until the last soldier of the Pakistan occupation army is expelled from the soil of Bangladesh and final victory is achieved.”

স্যার আমার দিকে নিস্পলক দৃষ্টিতে তাকায় ছিলো এসময়।

এক্সটার্নাল স্যার: ধর্ম নিরপেক্ষতা নিয়ে সংবিধান কি বলে?

আমি: মুলনীতি, অনুচ্ছেদ ২(ক), ১২ ও ৪১ অনুচ্ছেদ মুখস্থ ছিলো গড়গড় করে বলে দিলাম।

স্যাররা কৃষির উৎপত্তি, ধান, সবজি, মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান জানতে চাইলেন।

সবগুলোই জানা ছিলো বলে দিলাম। তথ্য সূত্র সহ।

খাদ্য শস্যের উৎপাদন কত, ধানের নতুন জাত ( গোল্ডেন সুপার রাইস, জিংক সমৃদ্ধ ধান) ও জিএম শস্য সম্পর্কে অনেক প্রশ্ন ছিলো। আল্লাহর রহমতে সবই পারছি।

মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এধরনের কিছু প্রশ্ন ছিলো।

স্যার আমার উত্তরে খুব খুশি হইছিলেন।

সংবিধান থেকে আরো কিছু প্রশ্ন প্যাচাইছিলো। সংবিধানটা ভালো পড়া ছিলো তাই সব প্যাচ নিমিষেই খুলছিলাম।

অবশেষে ৩জন স্যার একে অপরের দিকে তাকিয়ে বললেন ওকে যেতে বলি।

আমি সালাম দিয়ে এবং দোয়া চেয়ে বের হয়ে আসছি।

প্রায় ২০ মিনিট ছিলাম বোর্ডে।

ফলাফল: প্রশাসন ক্যাডার (সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট) হিসেবে সুপারিশ প্রাপ্ত।

৫. Asmaulhusna Anny, ৩৭তম বিসিএস ভাইভা

তারিখ:১৪/০১/১৮

বোর্ড :শ্রদ্ধেয় কামরুন্নেসা খানম স্যার।

সময়:১৫ মিনিট হবে হয়তো।

২য় জন ছিলাম।প্রথমেই নাম আর নামের অর্থ। এরপর ইংরেজিতে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, শেক্সপিয়র এর বাড়ি কোথায়, এভন কী,এইসব নিয়ে কিছুক্ষণ। এরপর বাড়ি সাতক্ষীরা শুনে বিরক্ত হয়ে বললেন আপনাদের সাতক্ষীরার মানুষতো কিছুদিন আগে সাতক্ষীরা স্বাধীন করে ফেলছিলেন,স্বাধীন হলেতো ভালোই হত কী বলেন?বললাম স্যার,বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী ‘ পড়ার সময় জেনেছি তিনি নিজেই বলেছেন যে বাংলার উর্বর মাটিতে যেমন সোনার ফসল ফলে তেমনি কিছু আগাছাও জন্মায়।স্যার আমাদের সাতক্ষীরাতেও তেমন কিছু আগাছা আছে যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেনা।সেই যুদ্ধাপরাধীদের দোসরদের নাশকতা পুলিশ প্রশাসনের সহায়তায় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আমার সাতক্ষীরার সাধারণ মানুষ রুখতে সক্ষম হয়েছে। এই উত্তরে স্যারকে কিছুটা খুশি মনে হল।

এর পর আরও কিছু প্রশ্ন দেশের উন্নয়ন, বর্তমান সরকারের সাফল্য বিষয়ে।যুদ্ধাপরাধী দের বিচার,ফাঁসি,এইসব।মজার ব্যাপার হল সব পারলে স্যার বলেন কোচিং থেকে শিখে আসছে।আর ৬ জনের ফাসি হইছে ৫ জনের নাম বলেছি আর একজনেরটা মনে আসেনি দেখে বিরক্ত হলেন।কামরুন্নেসা স্যারকে খুশি করা কঠিন মনে হয়েছে আমার কাছে।

এরপর নারীর ক্ষমতায়ন বিষয়ক কিছু প্রশ্ন, এশিয়া থেকে ৫ জন নারী প্রধানমন্ত্রীর নাম(সাবেক/বর্তমান)।

এরপর কিছুক্ষণ বকা দিলেন ৩৬ এ এডুকেশন এ সুপারিশকৃত তাও আবার আসলাম কেন,,,প্রশাসনে আমি যে ভাল করব তার স্বপক্ষে যুক্তি দিতে বললেন।

বিঃদ্রঃ আমার মনে হয়েছে এক্সটারনাল দুইজন স্যার সন্তুষ্ট ছিলেন কিন্তু কামরুন্নেসা স্যারকে সন্তুষ্ট মনে হয়নি।

গ্রুপের প্রতি কৃতজ্ঞতা থেকে শেয়ার করলাম।ক্যাডার চেঞ্জ হওয়ার সম্ভাবনা কম।এডুকেশন পেয়েও আমি খুশি আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন।

৬. তাহমিনা দিনা, তথ্য ক্যাডার, ৩৬তম বিসিএস ভাইভা

বোর্ড: মোখলেছুর রহমান স্যার

সাবজেক্ট: বোটানি

চয়েস: প্রশাসন, ইকনমিক

# নাম, ঠিকানা, নিজ বিশ্ববিদ্যালয়, সিজিপিএ, নিজ জেলার নাম ধাম সব জিজ্ঞেস করলেন। বিশ্ববিদ্যালয়ের টিচার হওয়ার জন্য কখনো পরীক্ষা দিয়েছি কিনা, কেন দেই নি, কেন বিসিএস বেছে নিলাম? বিশ্ববিদ্যালয়ের নিজের বিভাগ সম্পর্কে কিছু আলোচনা ছিলো।

# নিজ জেলার দুইজন বিখ্যাত ব্যক্তির নাম বলেন।

# জামালপুর জেলা থেকে গাইবান্ধা – এই রুটের ট্রেন সংযোগে দুইটা ঘাট আছে, ঘাট দুটির নাম কি, কোন নদীর পাড়ে ঘাট? জামালপুর জেলার টা বললাম বাহাদুরাবাদ ঘাট। গাইবান্ধার ঘাটের নাম বলতে না পেরে সরি বলায় স্যার কিঞ্চিত বিরক্ত হলেন বলে মনে হলো। কিন্তু জামালপুর থেকে গাইবান্ধা সরাসরি কোন ট্রেন চালু আছে বলে আমার জানা নেই। কারোর জানা থাকলে আমাকে প্লিজ বলবেন ঘাটটির নাম কি।

# বর্তমানে যে জাতীয় সংসদ এটি কততম সংসদ? জাতীয় সংসদের স্পীকার কে? তিনি কততম স্পীকার?

# এমডিজি তে কতগুলো লক্ষ্য ছিলো? সিরিয়ালি বলেন।

# এশিয়া মহাদেশে জেন্ডার গ্যাপের দিক থেকে বাংলাদেশের অবস্থান কত?

# অক্সফামের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী কত সালের মধ্যে এই জেন্ডার গ্যাপ মিনিমাইজ হবে এই টাইপের একটা প্রশ্ন ছিলো মনে হয়, আমার অক্সফামের রিপোর্টটা সম্পর্কে জানা নেই তাই ঠিক মতন প্রশ্ন টা বুঝতে পারিনি।

# বঙ্গবন্ধুর মন্ত্রীপরিষদে দুইজন নারী মন্ত্রী ছিলেন, তাদের নাম বলেন। জীবনেও কোথাও পড়িনি।

# বাংলাদেশে বর্তমানে কতজন নারী মন্ত্রী আছেন? নামসহ কোন কোন মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত জিজ্ঞেস করেছেন? এই পাঁচজনের মধ্যে কে কে সিলেক্টেড এবং কে কে ইলেক্টেড? জাতীয় সংসদে সংরক্ষিত আসন কতটি?

# প্রেসিডেন্ট নির্বাচন কীভাবে হয়? পরোক্ষ ও প্রত্যক্ষ নির্বাচন কি? জেলা পরিষদ নির্বাচন কিভাবে হয়? ইলেক্টোরাল কলেজ সিস্টেম কোন দেশে চালু আছে?

# উদ্ভিদের যে প্রাণ আছে এটি কে প্রথম বলেন? স্যার জগদীশ চন্দ্র বসু কে ছিলেন? তিনি কি কি আবিষ্কার করেছেন?

# উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে বেসিক পার্থক্য কি কি বলেন? উদ্ভিদ ও জড় পদার্থের মধ্যে পার্থক্য কি?

# বর্তমান চাকরী সম্পর্কে কিছু জিজ্ঞাসা ছিলো।

# স্থানীয় সরকারের স্তর কয়টি? কি কি ডিটেইল জিজ্ঞাসা ছিলো।

# জন্ম নিবন্ধন সনদ কে দেয়?

# জন্ম নিবন্ধন সনদের প্রয়োজনীয়তা সম্পর্কে পাঁচটি বাক্য ইংরেজিতে বলেন।

### শেষ বারের মতন ভাইভা দিতে গিয়েছিলাম। আর বিসিএস দিব না বলে সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু শেষ ভালোটা আর হলো না। বোর্ড অনেক গম্ভীর ছিলো। ভাইভা মন মতন হয়নি। গ্রুপের প্রতি অনেক কৃতজ্ঞতা। সবার জন্য অনেক শুভ কামনা রইলো।

(৩৬ তম বিসিএসে তথ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত)

৭. ফাহিমা তৃষা, সাধারণ শিক্ষা, ৩৭তম বিসিএস ভাইভা

বোর্ড :শাহজাহান খান মোল্লা

চয়েস : প্রশাসন,পুলিশ…

সাবজেক্ট : রসায়ন

সময়:18-20 মিনিট

সিরিয়াল : 2

চেয়ারম্যান :কেন ক্যাডার চেন্জ করতে চান?(অনেক প্যাচাঁইছে)

প্রশাসন প্রথম চয়েস কেন?

সাইন্স ফিকশন কি? কোন মুভি দেখিছি কিনা?মুভির নাম

এক্সটার্নাল 1: PRB কি?বলতে কি বুঝায়?PRB নিয়ে বইয়ের নাম( সরি বলেছি)

চেয়ারম্যান : কোথাও পুলিশ ও ম্যাজিস্ট্রেটের কথা বলা আছে কি বলা আছে.পুলিশ ম্যাজিস্ট্রেট এর কোন আদেশ মানে.act,rule, regulations এর পার্থক্য

প্রশাসনে কি কি চ্যালেঞ্জ আছে? জেলা প্রশাসক হলে কি কি চ্যালেঞ্জ মোকাবিলা করবে?

মোটরসাইকেল চালাতে পারি কিনা

এক্সটার্নাল 1: difference between analog clock & quaterz clock

nuclear power plant এ কেমিস্ট এর কি ভূমিকা. বাংলাদেশ কোন plant থেকে বিদ্যুৎ উৎপাদন হয়? সবচেয়ে বেশী কি থেকে হয়? কয়লা থেকে কোথাও হয়.এই বিষয়ে অনেক সম্পুরক প্রশ্ন ছিলো

এক্সটার্নাল2: act r ordinance এর মাঝে পার্থক্য? ordinance কিভাবে জারি হয়?বিস্তারিত. যদি সংসদে পাশ না হয় তখন এর কি ভূমিকা থাকবে? এইরকম কিছু ordinance এর নাম বলো যার এখন কার্যকারিতা নাই

চেয়ারম্যান : প্রাকৃতিক গ্যাসের ফর্মূলা.কিকি থাকে.কি নাম.

এক্সটার্নাল 1: admin e combined circle palant বলতে কি বুঝায়

এক্সটার্নাল2: CrPc কি? বলতে কি বুঝায়?CrPc অনুযায়ী প্রশাসন কি কাজ করে? কত ধারা

144 ধারা কি?কখন আর কিভাবে করে?বিস্তারিত

mobile coat কিভাবে করে? তুমি বাজারের পাশ দিয়ে যাচ্ছো একজন লোক খাদ্যে ভেজাল মিশাচ্ছে তুমি কি শাস্তি দিতে পারবে? বিস্তারিত

aro kiso family related question r subject related cilo

36th general education cadre recommended

৮. এন, এম, আবদুল্লাহ আল মামুন ৩৬তম বিসিএসে প্রশাসন ক্যাডার

তারিখ: ২৩/০৩/২০১৭ (ইতিহাসে বিখ্যাত ও ঘটনাবহুল দিন!)

বোর্ড : আবুল কালাম আজাদ

পজিশন : ০২/১৫ (আমার প্রিয় সংখ্যা!

সময়:প্রায় ১২ মিনিট ( সকাল ১০:৪০ এর দিকে শুরু)

চয়েস: প্রশাসন, পুলিশ, ট্যাক্স, ইকোনমিক, অডিট, আনসার

বর্তমান পজিশন : ৩৩তম বিসিএস (সাধারণ শিক্ষা)

বিষয়: প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান,ঢাবি

থিসিস: সার্ভাইকাল ক্যান্সার রিলেটেড

(ব্যাকগ্রাউন্ড এর বিস্তারিত তথ্য দিলাম যাতে বুঝতে সুবিধা হয়)

আমাকে কিছু তথ্য জিজ্ঞাসা করে লিস্টের সাথে চেক করল। তারপর ভাইভা শুরু করল।

চেয়ারম্যান : আপনার নিজের সম্পর্কে আমাদের কিছু বলুন? (বাংলায় প্রশ্নটা করেছিল!

আমার কাছে জগতের সবচেয়ে অস্বস্তিকর প্রশ্ন মনে হয় এটাকে! নিজের সমন্ধে কি বলব??? আর পরীক্ষার খাতিরে যাও প্রস্তুতি নিয়ে আসছি তা ইংরেজিতে!!! আর বাংলায় করা প্রশ্নের উত্তর ইংরেজিতে দিব কিনা এ দ্বিধায় আমি শুরুতেই নড়বড়ে!!! ( অবশ্য এর পর সময় যতই এগিয়েছে ততই আমার জড়তা, ভয় ও দ্বিধা কেটে গিয়েছে; স্ট্রং ও কনফিডেন্ট হয়েছি!) তারপর আমিও তাদের মতই বাংলাতেই নিজের সম্পর্কে বলতে শুরু করলাম!

অল্প একটু বলার পর ডানের এক্সটারনাল ( পরে সদস্য – ১ নামে অভিহিত করব) বলল যে আমি কি এটা ইংরেজিতে বলতে পারব কিনা? তাহলে আমরা একই সাথে আপনার ইংরেজি টাও জাজ করতে পারতাম?

যাক! লাইনে আসতেছে! পরে ইংরেজিতে নিজের নাম, পিতামাতা, বাসস্থান, শিক্ষা প্রতিষ্ঠান ও রেজাল্ট বললাম।

চে: বায়োকেমিস্ট্রির নাম কি চেঞ্জ হয়েছে?

আমি: জি স্যার, ২০০৪ সালে চেঞ্জ করে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি রাখা হয়।

( নিজের একটু ভাল লাগছিল এবং আশাবাদী মনে হচ্ছিল যে চেয়ারম্যান বায়োকেমিস্ট্রি নাম টা জানে এবং একটু হলেও ধারণা রাখে। ):)

এরপর আমি আবার শুরু করলাম, বর্তমান পজিশনের কথা বললাম। ৩৩তমের কথা শুনে বলেন তুমি তো ৩*২০০০ = ৬০০০ এর জুনিয়র হয়ে যাবে।

*কেন এডুকেশন ক্যাডার ছাড়তে চাচ্ছ???

* এত অল্প সময়েই এত সাফল্য (কলেজ লেভেলে উপজেলার শ্রেনী শিক্ষক নির্বাচিত হওয়া)? কেন এডুকেশন ক্যাডার ছাড়তে চাচ্ছ??

* তুমি শিক্ষক, তুমি ক্যাডার তৈরি করবা। কেন এডুকেশন ক্যাডার ছাড়তে চাচ্ছ??

( কেন, কেন, কেন, কেন কইরা আমারে বেধে রাখার চেষ্টা, আর উত্তরের মাঝেই চেইন কোশ্চেন!!! সিকোয়েন্স মনে নাই, তাই একসাথেই দিলাম।)

আমার উত্তর:

* আমি শিক্ষকতা ভালবাসি, আমার খুব ভাল লাগে। আমারঅনেক স্টুডেন্টই ভাল ভাল জায়গায় ভর্তি হয়েছে। একজন বুয়েটে, ৪/৫ জন ঢাবিতে, আরও ৫/৬ জন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। ছাত্র-ছাত্রীদের সাফল্য সত্যিই আমাকে আনন্দ দেয়।

* আমি শিক্ষকই হতে চেয়েছিলাম, তবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে। কিন্তু বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে সকল ক্ষেত্রে প্রথম শ্রেণী লাগে। আমার ফলাফল ১ম শ্রেণী সমতুল্য হলেও বিশ্ববিদ্যালয়ে সিজিপিএ ৩.৫ কে প্রথম শ্রেণীর বিপরীতে চাওয়া হয়। আমার রেজাল্ট ৩.৪২/৩.৩৮, হওয়ায় আমি সরাসরি আবেদন করতে পারি নাই/পারব না। আমাকে উচ্চতর ডিগ্রি (পিএইচডি) অর্জন করে যোগ্যতা শিথিলের সুযোগ নিয়ে আবেদন করতে হবে। এটার চেয়ে বিসিএসই সহজ। (এটা শোনার পর চেয়ারম্যান আমার সার্টিফিকেট উলটে রেজাল্ট দেখছিলেন! আরেকটু আশাবাদী হয়েছিলাম যে আমার অবস্থাটা বোঝাতে পেরেছি!)

* আমি প্রাণরসায়ন এর ছাত্র, আর পড়াচ্ছি রসায়ন। আমি আমার অর্জিত জ্ঞানের খুব সামান্যই এখানে প্রয়োগ করতে পারি/পারব।

Right Person in Wrong Place!

* আমি এখন সাফল্য পেয়েছি, কিন্তু আমাকে আজকের কথা চিন্তা করলে হবে না। আমাকে তো ভাবতে হবে ২০/৩০ বছর পর আমি কোথায় থাকব, কোথায় যেতে পারব।

* আমার শিক্ষকরাও চেয়েছিল তাদের ছাত্র-ছাত্রীরা বিসিএস ক্যাডার হবে। আমারও তো দায়িত্ব তাদের স্বপ্ন পূরণ কর! (উলটা পরোক্ষভাবে আমিই প্রশ্ন কইরা বসছি!!! )

সাবজেক্ট :

সদস্য-১ : থিসিস, এর ফাইন্ডিং নিয়ে প্রশ্ন করল।

আমি: আমি আমার থিসিস, কাজ, ইত্যাদি সম্পর্কে বললাম। আমার কাজ টা ছিল সার্ভাইকাল ক্যান্সার পেশেন্টদের রোগের সাথে অক্সিডেটিভ স্ট্রেস এর বায়োমার্কার নিয়ে। (আল্লাহর কি রহমত সেদিন সকাল ৬ টায় ব্রাশ করতে করতে থিসিস পেপার টা বের করে ২-৩ মিনিটতে এবস্ট্রাক্ট টা দেখেছিলাম!)

* (২য় পর্যায়ে চেয়ারম্যান স্যারের কিছু প্রশ্ন শেষ হওয়ার পর) পিএইচডির কথা বলাতে জিজ্ঞেস করলেন যে আমি কিসের উপর কাজ করতে চাই।

আমি: ক্যান্সারের কথা বললাম, আমার আগের কাজের সাথে রিলেটেড কোন কাজই অগ্রাধিকার পাবে। সেখানে আমার বায়োকেমিস্ট্রি, মলিকুলার বায়োলজি, রিসেন্ট সব প্রযুক্তি ও জ্ঞানকে, নতুন নতুন আইডিয়া সব তুলে ধরলাম। কিছু পালটা/চেইন কোশ্চেন ছিল তারও উত্তর দিলাম।

সদস্য-২:

রবীন্দ্রনাথ কে নিয়ে প্রশ্ন করলেন। তার সাহিত্যকর্ম নিয়ে। বললাম।

– ছোট গল্প বলাতে জানতে চাইল ছোটগল্প কি?

আমি: কবিতাটা মনে করে চিন্তা করতেছিলাম কোথা থেকে কতটুকু বলব। পরে সম্পূর্ণ নতুন আর নিজের একটা উত্তর মুখ দিয়ে বের হয়ে গেল!

“হঠাত করে শুরু হবে, হঠাত করেই শেষ হবে; কিন্তু তার মাঝেও জীবনের একটা খন্ডিত চিত্র তুলে ধরবে”!

উত্তর দেওয়ার পর আমি নিজেই চমতকৃত হলাম!

চেয়ারমান:

গানের কথা বলায় আমার প্রিয় দুইটি রবীন্দ্র সঙ্গীত জানতে চাইলেন।

আমি:

১. আহা আজি এ বসন্তে, কত ফুল ফোটে…. (তখন বসন্তকাল চলছিল!!! 🙂অবচেতন মনেই একটা পার্ফেক্ট সিলেকশন!)

২. যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে…..

(রিপ্রেজেন্টেড মাই ক্যারেকটার!!! )

ফ্যাক্টস

* মোটামুটি বিশ্লেষণ সহই উত্তর দেওয়ার চেষ্টা করেছি যাতে আমার চিন্তাটাও অন্যরা জানতে পারে।

* শিক্ষা ক্যাডার কেন ছাড়তে চাই – তার উত্তর টা বিশদভাবে দেওয়ার চেষ্টা করেছি। কারণ অনেকেই ফোনে/ ইনবক্সে জিজ্ঞেস করেছিল এটা কিভাবে ফেস করেছি/ তারা করবে। তাদের কথা দিয়েছিলাম সময় করে লিখব। ব্যস্ততার জন্য দেরি হওয়ায় দু:খিত।

* কোন পেশাকেই ছোট করবেন না। যথাযথ সম্মান দিয়েই আপনি আপনার প্রার্থিত বা পছন্দের ক্যাডারটি চাওয়ার/পাওয়ার পিছনে যুক্তি দেন। আর সবচেয়ে ভাল হয় নিজকে এনালাইসিস করে নিজের জন্য ইউনিক বা বেস্ট উত্তর টি তৈরি করুন। চিট করার চেষ্টা করবেন না, কারণ তারা অনেক অভিজ্ঞ ও বিচক্ষণ লোক, আপনাকে জাজ করার জন্য এমনকি ২ মিনিটই যথেষ্ট।

* প্রশ্নের উত্তরের চেয়ে উত্তর দেওয়ার ভঙ্গিটাই বেশি গুরুত্বপূর্ণ। কারণ শতকরা ৫০-৮০ জন লোকই সঠিক উত্তর দিবে, কিন্তু চাকরি/কাংখিত ক্যাডার পাবে হয়ত ৫-৮ জন!

(*** Answer can’t define a candidate, but the way!)

* গান সবাই গায়, কিন্তু সবাই গায়ক নয়, সবসময় সব গান সবার কন্ঠে আসে না। তাই আপনি যাতে বোর্ডের ঐ সময়টুকুতেই আপনার সর্বোচ্চ টা দিতে পারেন সে চেষ্টা করুন। বাকি টা আল্লাহর হাতে!

* মুক্তিযুদ্ধ, প্রশাসন, নিজ জেলা, কেন প্রশাসন পছন্দ ইত্যাদি বিষয় নিয়ে এমন কোন কিছু নাই যা পড়ি নাই!!! কিন্তু বাস্তবতা হল এ নিয়ে একটা প্রশ্নও করে নি! এমনকি সাইন্স ব্যাকগ্রাউন্ড এর হওয়ায় দূর্বলতা/ঘাটতি পূরণে শুধু মুক্তিযুদ্ধ /ইতিহাস/ বঙ্গবন্ধু নিয়ে মার্চের ২২ দিনের মধ্যে মনে হয় ২০ দিনই কাটাইছি! বাট…..

* ভাইভাতে কমনের চিন্তা করবেন না। বা পারেন না বলে হতাশ বা ঘাবড়ে যাবেন না। সব পারতে হবে এমন কথাও নাই। বরং পারছেন না এটাও সঠিকভাবে বলাটাও একটা একটা বড় যোগ্যতা!

* ভাইভায় তারা জ্ঞানকে ফোকাস করে না, করে মূলত এটিটিউড, এবিলিটি, বিচক্ষণতা, আন্তবিশ্বাস ইত্যাদি দিক যা মূলত দীর্ঘ মেয়াদে গড়ে ওঠে। তাই প্রস্তুতি নেই বা ভাল না তা নিয়ে অহেতুক ভেবে ভাইভা নষ্ট করবেন না!

* ধৈর্য একটা বড় গুণ। বোর্ডে যাওয়ার আগের দুই মিনিট থেকে বের হওয়ার দুই মিনিট পর্যন্ত আপনার উপর নিয়ন্ত্রণ থাকতে হবে। যে পরিস্থিতিই হোক বা তারা তৈরি করুক খাবড়াবেন না। কারণ এটাও আপনাকে যাচাই করার একটা প্রক্রিয়া হতে পারে। ৩৩তমে ওয়াজেদ আলী স্যারের বোর্ডে জীবনের জঘন্যতম ভাইভাটা (সিরিয়াল ১৬/২০, সময় ৪-৫ মি., ভাইভা শেষ হওয়ার ৫/৭ দিন আগে!) দিয়েও মেরিটে শিক্ষা ক্যাডার পেয়েছিলাম। আর এই ধাক্কায় ৩৪ ও ৩৫ এর লিখিতে ফেল করেছিলাম, কিন্তু ভাইভা বোর্ডে উনি আমায় টলাতে পারেন নি!

পরিশেষে সবার জন্য শুভ কামনা। আল্লাহ সবার মনের আশা পূরণ করুন।

*বড় পোস্ট, ভুল ত্রুটি মার্জনীয়।

ধন্যবাদান্তে

এন, এম, আবদুল্লাহ আল মামুন

৩৬তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশকৃত (১০৮/২৯২)

৩৩তম সাধারণ শিক্ষা (রসায়ন)

৯. আফসানা তাসলিম মিতু বিসিএস প্রশাসন (৩৪তম বিসিএস)

বোর্ড : ফণীভূষণ চৌধুরী

সময় : ১০ মিনিট ১.৪৫-১.৫৫

অবস্থান: ১০ম

সাবজেক্ট : পশু পালন ( বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়)

চেয়ারম্যান : এই সাবজেক্ট পরে কেন প্রশাসন ১ম চয়েস

আই হ্যাভ আ ড্রিম কে বলছে, কোথায় বলছে

গেটিসবার্গ ভাষন কার ভাষন কে বলা হয়

সুশাসন এর নির্দেশক কি কি? আইনের শাসন কি? আইন প্রণয়ন করে কোথায়? রাষ্ট্রের বিভাগ কয়টা? প্রত্যেক বিভাগের প্রধান কে কে? প্রশাসন এর সর্বোচ্চ পদ কি?

বানান লেখ: মন্ত্রিপরিষদ সচিব, বাংলা একাডেমি

স্টেরয়েড কি?

জীবন থেকে নেয়া, লাঠিয়াল, মৃত্তিকা মায়া এই ছবি গুলোর পরিচালক কে?

ফ্লোরেন্স নাইটেংগেল এর অন্য নাম কি? লাল নীল দীপাবলি কে লিখছে? জেলার বুদ্ধিজীবী কে আছে? ২য় চয়েস পররাষ্ট্র ইংলিশ এ বল ডিপ্লোম্যাট এর কাজ কি? ৩য় পছন্দ কর বল কর দিবস কবে?

১০. Jahir Abbas সমবায় ক্যাডার, ৩৬তম বিসিএস ভাইভা

Date- 31/01/2018

বোর্ড : জনার আলাতাফ আলী স্যার

নিজের বিষয়: হিসাববিজ্ঞান

প্রথম চয়েস: এডমিনিস্ট্রেশন

আনুমতি নিয়ে ঢুকে সালাম দিয়ে দাঁড়িয়ে আছি,

বললেন, বসুন।

চে: আপনার নাম কী?

– মো: জহির আব্বাস

চে: এ নামে আরো একজন বিখ্যাত মানুষ আছেন। কে? (খুবই কমন প্রশ্ন-৩৬ এও একি প্রশ্ন ছিলো)

-উত্তর দিলাম।

চে: ওনি ব্যাট করতেন, নাকি বল করতেন?

-অলরাউন্ডার ছিলেন

চে: কতটা সেঞ্চুরী করেছিলেন?

-উত্তর দিলাম।

চে: আপনার সাবজেক্ট হিসাববিজ্ঞান। (প্রথম এক্সটারনাল কে ইশারা করে প্রশ্ন করতে বললেন)

এক্স১: হিবি থেকে অনেক প্রশ্ন করলেন। (যেমন, হিবি এর মূল থিম কী, সমীকরণ, হিবি কেমন বিজ্ঞান, পদার্থ রসায়নের সাথে হিবি এরা পার্থক্য কি? GAAP, কে প্রণয়ন করে? ইত্যাদি)

চে: এখন কি করো?

– উত্তর দিলাম, কতগুলো পারিনি।

এক্স২- আপনার প্রথম পছন্দ এডমিন না হয়ে তো Audit & Accounts হলে ভালো হতো। বলুন তো স্থানীয় প্রশাসন আর স্থানীয় সরকার কী? স্থানীয় প্রশাসনের উপজেলায় কে আছেন? তিনি উপজেলা পরিষদের কী দায়িত্ব পালন করেন? আপনি এডমিন হলে কী হিসেবে জয়েন করবেন? প্রশাসনের উচ্চপদ কোনটি?

– বেশিরভাগই উত্তর করেছি।(২/১ টা ছাড়া)

এক্স২: সম্প্রতি মন্ত্রিপরিষদ সচিব একটা কথা বলেছিলেন সংবিধান নিয়ে, সেটা কী?

-১৭ তম সংশোধনী

চে: এবার তাহলে ওকে ছেড়ে দেয়া যাক।

-সালাম দিয়ে চলে আসলাম।

ফলাফল

আল্লাহর রহমতে ৩৬ এ সমবায় ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছি। আল্লাহই উত্তম রিজিক দাতা।

১১. Manoar Ahad প্রশাসন ক্যাডার, ১২তম, ৩৫তম বিসিএস ভাইভা

তারিখ-০৭.০৩.১৬

বোর্ড -কামাল উদ্দিন স্যার

প্রথম পছন্দ -প্রশাসন

বিষয়-রাষ্ট্রবিজ্ঞান

অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করি।

কামাল স্যার-বসতে বললেন।তারপর নাম জিজ্ঞেস করলেন।তারপর বললেন বঙবন্ধুর ৭ ই মার্চের ভাষণ পুরটা বল।

Me-দুই মিনিট বলার পরে থামিয়ে দিয়েছে।

কা স্যার-Tell me ur family and ur educational qualifications?

You are too young Why we select u for BCS Administration?(আমি এখানে কিছু কাজের কথা বলেছিলাম তখন স্যার আবার জিজ্ঞেস করলেন)

If we select u what types of work u done?

Do u know the middle east crisis?

Tell me the politics of USA & RUSSIA in Syria

What is the solution of it?Is it possible?

How can the govt of Bangladesh handle rohinga crisis?

স্যার constitution er 8-10 টা ধারা বলে

আমাকে বর্ণনা করতে বলেছিলেন।

Ex 1- ১০ জানুয়ারী বঙবন্ধু দেশে আসা থেকে ১৬ ডিসেম্বর বাংলাদেশের সংবিধান কার্যকর হওয়া পর্যন্ত মুল ঘটনা গুলো বল।

Ex 2-ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা এবং usa er

যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে তুলনা কর।

USA er President কিভাবে নির্বাচিত হয়?

UK er সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা সম্পকে বল

Ex 1-USA er President & UK er PM er power er তুলনা কর

কা স্যার- ৩ জন বিখ্যাত রাজনীতিবীদ ও রাষ্ট্র বিজ্ঞানীর নাম বল।

Ex 1- এই প্রশ্নের উত্তর yes or no বলবা

বাংলাদেশে কি জঙীবাদ আছে?

kamal Sir – আচ্ছা তুমি এখন আস তে পার

তারপর সবাইকে সালাম দিয়ে বের হয়ে আসলাম।

ফলাফল

প্রশাসন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত

মেধাক্রম-১২

শেয়ার করুন বন্ধুর সাথে

Leave a Reply

Your email address will not be published.