BCS নিয়ে আপনার যত প্রশ্ন আছে এখানে করুন

By | 15/04/2022

BCS Questions and Answers Session

BCS preliminary to BCS viva নিয়ে আপনার অজানা সকল প্রশ্ন এখানে করুন। আশা করি দ্রুততম সময়ে উত্তর পাবেন।

প্রশ্ন করার সময় নিচের বিষয়গুলো উল্লেখ করলে আপনার সম্পর্কে ধারণা স্পষ্ট হবে।

  • এস এস সি থেকে মাস্টার্স পর্যন্ত সকল পরীক্ষার রেজাল্ট
  • এস এস সি থেকে মাস্টার্স পর্যন্ত বিভাগ ও বিষয়
  • এস এস সি থেকে মাস্টার্স পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের নাম
  • বর্তমান বয়স
  • বর্তমান অবস্থা : বেকার বা চাকরির পদবি

ধন্যবাদ

নিরন্তর শুভকামনা।

শেয়ার করুন বন্ধুর সাথে

11 thoughts on “BCS নিয়ে আপনার যত প্রশ্ন আছে এখানে করুন

  1. Arafin Alif

    আসসালামুআলাইকুম ভাইয়া। এক্সাম হলের স্ট্রাটেজি + টাইম ম্যানেজমেন্ট নিয়ে আপনার বেশ কয়েকটা লাইভ ছিল। লাইভগুলা শুনে অনেক কিছু শিখছি। এই ব্যাপারটা নিয়ে গোছানো একটা পোস্ট দিলে অনেক উপকার হবে।

    Reply
    1. BCS Hacks Post author

      পাবেন ইনশাল্লাহ। সাথে নেগেটিভ মার্কিং কমানোর টেকনিক নিয়ে একটি ভিডিও করার ইচ্ছা আছে পরীক্ষার ১ মাস আগে।

      Reply
    2. Rafi

      আসসালামু আলাইকুম ভাই। আমি অনার্স ২য় বর্ষে অধ্যয়নরত (উদ্ভিদবিজ্ঞান বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয়)। সম্প্রতি আপনার লিখাগুলো পড়ে আলহামদুলিল্লাহ অনেক কিছু জেনেছি। আমার প্রশ্ন হলো- এখন থেকে BSC বা চাকুরি পরীক্ষার প্রস্তুতি নেয়া কি উচিত? যদি হয়, তাহলে শুরুটা কিভাবে করলে ভালো হবে, যাতে করে অনার্স শেষে আমার একটা স্ট্রং দখল থাকে বিষয়গুলোতে। প্রয়োজনীয় বইয়ের নাম, এবং কখন থেকে শুরু করা উচিত- এ সম্পর্কে আপনার মতামত কামনা করছি।
      [আমার ssc এবং hsc রেজাল্ট gpa5]

      Reply
  2. বিল্লাল হোসেন

    ভাই, আমি কয়েকবার বিসিএস দিয়ে প্রিলিতে ৭/৮ নম্বরের জন্য পাস করতে পারছি না।৪৩ তম বিসিএসে ১০৩/১০৪ এর মতো নম্বর ছিল। সাধারণ জ্ঞান এবং নৈতিকতার ৭০ নম্বরে আমি খুবই দুর্বল।এই বিষয়ের পড়া মনে থাকে না। এজন্য গত কয়েকটা মাস ধরে সরকারি ব্যাংকের দিকে মনোযোগ দিয়েছি।২ টা ব্যাংকের সিনিয়র অফিসার এবং ১ টা অফিসার পদের রিটেন দেওয়া হয়েছে। এখনো রিটেনের ফলাফল দেয়নি। আমি চাচ্ছিলাম অন্তত একবার হলেও বিসিএস এর একটা রিটেন দিতে, কারণ এখন ব্যাংক ব্যতিত বাকি সকল ৯ম/১০ম গ্রেডের পদগুলো বিসিএস থেকে নিচ্ছে। তাই বিসিএস এর প্রিলি ফেল করলে এই পদগুলো তে চাকরির সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে।এ বছরের ডিসেম্বরে আমার সরকারি চাকরির বয়স শেষ হবে।সে হিসেবে ৪৪ বিসিএস এর পর হয়তোবা আর একটা বিসিএস দেওয়ার সুযোগ পেলে ও পেতে পারি।এ অবস্থায় আমি ৪৪ বিসিএস প্রিলিমিনারি পাশের জন্য কি করতে পারি , আপনার কাছ থেকে তার মূল্যবান পরামর্শ প্রত্যাশা করছি।
    বি:দ্র: ভাই, আমি ইতিমধ্যে এমপিওভুক্ত বেসরকারি হাইস্কুলে ভৌত বিজ্ঞানের (পদার্থ/রসায়ন) এর শিক্ষক হিসেবে যোগদান করেছি ,পরিবারের চাকরির প্রয়োজনে। আমি কিভাবে পড়ে ৪৪ তম বিসিএসে পাশ করতে পারি তার একটা রোডম্যাপ আপনার অভিজ্ঞতার আলোকে দিলে কৃতজ্ঞ থাকবো।

    Reply
    1. BCS Hacks Post author

      আসলে সাধারণ জ্ঞান এবং নৈতিকতায় দুর্বল হলে কেউ ফেল করে না। আমিও নিজেও ৪ বিসিএস মিলে নৈতিকতায় ১০ নম্বরও পাইনি আশা করি। আপনি হয়ত সাধারণ জ্ঞান খুব বেশি পড়ছেন তাই মনে থাকছে না। মাত্রারিক্ত না পড়ে নির্দিষ্ট যেমন বিগত বিভিন্ন চাকরির পরীক্ষার সাধারণ জ্ঞান পড়ুন বারবার। সাম্প্রতিক নিয়ে মাথা ঘামাবেন না প্লিজ। ১ মাস আগে থেকে রিভিশন দেওয়া শুরু করবেন, নতুন পড়া একদম বাদ। আশা করি পাস করেন ৪৪ বিসিএস প্রিলিমিনারিতে।
      এই লেখাটিতে BCS Preparation Preliminary Tricks সাধারণ জ্ঞান নিয়ে আরও আলোচনা আছে

      Reply
  3. Md.Roni Ahmed

    স্যার,আসসালামু আলাইকুম। একটি সৎ পরামর্শ চাচ্ছি। আমার সকল সার্টিফিকেটে আমার বাবার নাম “জহির উদ্দিন” কিন্তু আমার বাবার ভোটার আইডি কার্ডে বাবার নাম “মোঃ জহির উদ্দিন”
    আবার আমার সকল সার্টিফিকেটে আমার মায়ের নাম “খুশি বেগম” কিন্তু আমার মায়ের ভোটার আইডি কার্ডে তার নাম “খুশিমন”
    অর্থ্যাৎ আমার সার্টিফিকেটের সাথে আমার বাবা মায়ের নাম পুরোপুরি মিল নেই। বিসিএস সহ অন্যান্য চাকরির ক্ষেত্রে এটা নিয়ে কোনো সমস্যা হবে কি-না? অনুগ্রহ করে সহায়তা করুন স্যার।
    উল্লেখ্য যে, আমার সকল সার্টিফিকেটের সাথে আমার NID কার্ডের যাবতীয় তথ্য ঠিক আছে।

    Reply
    1. BCS Hacks Post author

      সমস্যা হবার কথা না কারণ ন্যাশনাল আইডির চেয়ে সার্টিফিকেটের গুরুত্ব অনেক বেশি। তবে এগুলো ঠিক করে ফেলা বুদ্ধিমানের কাজ।

      Reply
  4. oniket

    কম্পিউটার,বাংলাদেশ আর আন্তর্জাতিক নিয়ে ভয়ে আছি। মেইন বই একবার পড়ে, ডাইজেস্ট থেকে এই সাব্জেক্ট গুলো পড়েছি একবার করে। ৪৩ তমতে ১৪০ এর মত দাগিয়ে ৩০ টা নেগেটিভ মার্কিংং ছিলো! আর এখন এপ্স থেকে মডেল টেস্ট দিচ্ছি বাট নেগেটিভ মার্কিং কমাতে পারছি না। এ ব্যাপারে যদি একটু বলতেন যে উপরোক্ত ৩ সাব্জেক্ট আর নেগেটিভের ভয় কিভাবে কমাতে পারি?

    Reply
    1. BCS Hacks Post author

      বাংলাদেশ, আন্তর্জাতিক নিয়ে ভয়ের কিছু নেই কারণ কেউ এই বিষয়গুলোতে কম নম্বর পাবার জন্য ফেল করে না। আপনার শত্রু নেগেটিভ মার্কিং সেটা যেন ১০ নম্বরের চেয়ে বেশি না হয়। লোভে পরা যাবে না। পড়ার ঘাটতি থাকলে কেউ কেউ বেশি দাগায়। মেইন বই বলতে কী বোঝাচ্ছেন? এ্যাপের চেয়ে কাগজের মডেল টেস্ট যেমন অ্যাসিওরেন্স থেকে প্র্যাকটিস করুন পরীক্ষার মতো ফিল আসবে। নেগেটিভ নিয়ে একটা ভিডিও করব ইনশাল্লাহ। আপাতত এটা দেখুন মডেল টেস্ট দেওয়ার নিয়ম

      Reply
  5. Boss Public

    How much money do you need to be a BCS cadre? What topic should I start teaching my 5 year old to be successful in BCS exam?

    Reply
  6. anonymous

    আসসালামু আলাইকুম স্যার , যদি পরামর্শ দিয়ে সাহায্য করতেন, শুধু তিনটা চয়েস দিতে চাচ্ছি,

    ১.রেলওয়ে
    ২.খাদ্য
    ৩.ডাক
    আমার এই তিনটি তেই শুধু ইচ্ছা,এমন চয়েস দিলে ভাইভা তে ঝামেলা হতে পারে?নাকি ১ নং তে আ্যডমিন এড করবো?

    Reply

Leave a Reply

Your email address will not be published.