গতানুগতিক গণিত কোর্স আর বিসিএস হ্যাকসের গণিত কোর্সের পার্থক্য

By | 27/05/2021

# গতানুগতিক গণিত ক্লাসগুলোতে সাধারণত টিচার লেকচার দিয়ে চলে যান; শিক্ষার্থীরা ঠিকমত বুঝেছেন কি না সেদিকে তেমন লক্ষ্য করা হয় না। কিন্তু এখানে সেরকম হবে না। প্রতিটি শিক্ষার্থী না বোঝা পর্যন্ত পরবর্তী সমস্যায় যাওয়া হয় না। এককথায় দায়িত্ব নিয়ে ক্লাস নেওয়া হয়।

# গতানুগতিক ক্লাসে শিক্ষক সব সমাধান করেন আর শিক্ষার্থীদের অংশগ্রহণ থাকে সীমিত কিন্তু এখানে প্রতিটি ম্যাথ শিক্ষার্থীকে করার সুযোগ দেওয়া হয়। ম্যাথ মানেই অনুশীলন তাই অনুশীলনকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়।

# ফালতু শর্ট কাট নয় বরং ম্যাথ দ্রুত সমাধান করার জন্য বিভিন্ন ট্রিক্স ফলো করা হয় যেটা মগজে সবসময় গেঁথে থাকবে এবং লিখিত পরীক্ষাতেও কাজে দিবে

# অপ্রয়োজনীয় কোন ম্যাথ করান হয় না। কোনো কোনো শিক্ষক নিজের পাণ্ডিত্য জাহির করার জন্য অথবা চাকরির পরীক্ষায় তার জ্ঞান ও সফলতার অভাবে আজগুবি সব ম্যাথ করান যেগুলো পরীক্ষায় আসার অযোগ্য। এখানে চাকরির পরীক্ষায় আসার মত ম্যাথগুলোই করান হয়। অযথা বাড়তি ম্যাথ কেন করবেন? সেই সময় অন্য পড়ায় কাজে লাগান কারণ শুধু ম্যাথ দিয়ে কিন্তু চাকরি হবে না।

# “সর্বোচ্চ কমনের গ্যারান্টি” নামক কোন ফাঁদ সৃষ্টি না করে শিক্ষার্থীদের সর্বোচ্চ দক্ষতা বৃদ্ধির সর্বোচ্চ চেষ্টা করা হয়।

# শিক্ষার্থীদেরকে ভয় দেখান কোনো কোনো অসৎ শিক্ষকের কূটকৌশল। ভয় পেয়ে শঙ্কিত হয়ে তারা পড়তে বাধ্য হন। এখানে সবাইকে আত্মবিশ্বাসী হিসাবে গড়ে তোলা হয় তবে সেটা কোনভাবেই সস্তা কোনো মোটিভেশন নয়।

আপনাদের সফলতাই আমার সফলতা। নিরন্তর শুভ কামনা

কোর্স প্ল্যান, ফি :

(সিলেবাসের প্রতি টপিকে মিনিমাম ১টি ক্লাস)

পাটিগণিত ক্লাস ৬

পাটিগণিত পরীক্ষা ১+ক্লাস

বীজগণিত ক্লাস ৭

বীজগণিত পরীক্ষা ১+ক্লাস

জ্যামিতি ক্লাস ৩

জ্যামিতি পরীক্ষা ১+ক্লাস

পরিমিতি ক্লাস ২

পরিমিতি পরীক্ষা ১+ক্লাস

সেট ১সেট পরীক্ষা ১+ক্লাস

বিন্যাস ১বিন্যাস পরীক্ষা ১+ক্লাস

সমাবেশ ১সমাবেশ পরীক্ষা ১+ক্লাস

সম্ভাব্যতা ১

সম্ভাব্যতা পরীক্ষা ১

মানসিক দক্ষতা ক্লাস ২

মানসিক দক্ষতা পরীক্ষা ১+ক্লাস

সম্পূর্ণ ম্যাথ পরীক্ষা : ১

মোট ক্লাস = ২৪

এছাড়া প্রতি ক্লাসের পূর্বে মিনি এক্সাম নেওয়া হবে। ক্লাসের সংখ্যা চাহিদা অনুযায়ী সামান্য বাড়তে বা কমতে পারে।

ফি : ১ হাজার টাকা (ফুল কোর্স, ৩ মাস)

আপনি চাইলে কিস্তিতে টাকা পরিশোধ করতে পারেন বা একটি ক্লাস যাচাইয়ের পর টাকা দিতে পারেন।

ক্লাস : প্রতি সপ্তাহে ২টি ক্লাস, ৩ মাসের কোর্স

টাইম : শুক্রবার সকাল ১১ টা, মঙ্গলবার ১২ টা।

মাধ্যম : জুম

এটি গণিতের কোর্স হলেও, বিসিএস এর যেকোন বিষয় নিয়ে গাইডলাইন দেওয়া হবে।

কোন প্রশ্ন/সাজেশন থাকলে কমেন্ট করুন প্লিজ।

কোর্স করতে আগ্রহী হলে আমাকে ফেসবুকে মেসেজ দিন। আমার ফেসবুক আইডি : www.facebook.com/Shahed.BCSHacks

ধন্যবাদ

শেয়ার করুন বন্ধুর সাথে

Leave a Reply

Your email address will not be published.