BCS Math Syllabus বিসিএস ম্যাথ সিলেবাস and Effective Tips to Pass Preliminary

By | 13/04/2022

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় পাস করার অন্যতম হাতিয়ার হচ্ছে math বা গণিত। কেউ যদি ম্যাথে দুর্বল হয় তাহলে তার প্রিলিমিনারি পাস করতে খবর হয়ে যাবে। কথাটা তিক্ত শোনালেও এটাই বাস্তব। আপনাকে হয়ত কাগজে কলমে প্রমাণ করে দেখানো সম্ভব ম্যাথ ছাড়াও খুব সহজে বিসিএস প্রিলিমিনারি পাস করা যাবে কিন্তু বাস্তবতা ভিন্ন। মোটিভেশনাল ভিডিও দেখে আবেগে math পুরোটা বাদ দেওয়া বা অনেকখানি বাদ দেওয়া বুদ্ধিমানের কাজ নয়। ম্যাথে আপনার কিছুটা যোগ্যতা অর্জন করতেই হবে। আপনি প্রিলি পাস করলেও লিখিত পরীক্ষায় আটকে যেতে পারেন যদি বেসিক একদমই নড়বড়ে হয়। গণিতে ভালো করার জন্য BCS math syllabus নিয়ে স্পষ্ট ধারণা থাকা আবশ্যক। এই আর্টিকেলে সেটা নিয়েই আলোচনা করব। আর্টিকেলটি পড়ার পাশাপাশি ভিডিয়ো দেখুন আরও স্পষ্ট ধারণা পাবার জন্য।

BCS Math Syllabus বিসিএস ম্যাথ সিলেবাস

BCS preliminary math syllabus অনুযায়ী math দুইটি অংশে বিভক্ত। ১. গাণিতিক যুক্তি (Mathematical reasoning) ২. মানসিক দক্ষতা (Mental ability)। মানসিক দক্ষতা অনেক বিসিএস পরীক্ষার্থীর জন্য আশীর্বাদস্বরূপ। অনেকেই গাণিতিক যুক্তি অংশে দুর্বল কিন্তু মানসিক দক্ষতা অংশে দক্ষতা থাকার কারণে তাদের ম্যাথের দক্ষতার অভাব ভালোই পূরণ হয়ে যায়। ম্যাথে ৩০ এর মধ্যে ২৭-২৮ পাওয়া খুব কঠিন না যদি প্রশ্ন স্ট্যান্ডার্ড বা কিছুটা সহজ হয় তবে ৪১, ৪৩তম বিসিএস পরীক্ষায় যেই মানের প্রশ্ন হয়েছে সেরকম প্রশ্নে এত নম্বর পাওয়া আশা করা অনুচিত যদি আপনার গণিতভীতি থাকে।

BCS Preliminary Math Preparation বিসিএস প্রিলিমারি গণিত প্রস্তুতি

ম্যাথের প্রস্তুতির জন্য গাইড থেকে অধ্যায়ভিত্তিক শুরু করতে পারেন। গাইডগুলো্র চ্যাপ্টার BCS math syllabus অনুযায়ী সাজানো থাকে। ম্যাথে দক্ষতা আছে এমন confidence থাকলে বিগত বিভিন্ন বিসিএস পরীক্ষার math এর প্রশ্ন এবং অন্যান্য সরকারি চাকরির পরীক্ষার math এর প্রশ্ন দিয়েও শুরু করতে পারেন। অধ্যায়ভিত্তিক করলে সব করার দরকার নেই। প্রতি চ্যাপ্টারের জন্য ৩০-৪০টা ম্যাথ যথেষ্ট বেশিরভাগ ক্ষেত্রে। তবে আপনাকে ম্যাথ রেগুলার করে যেতে হবে। প্রতিদিন ৩০-৬০ মিনিট সময় রাখবেন ম্যাথ করার জন্য। রেগুলার ম্যাথ করলে ৩০-৪০ থেকেও সংখ্যাটা বেড়ে গেলেও কোনো সমস্যা নেই। regular math করাটাই হচ্ছে মূল কথা। যেটা কোনোভাবেই মাথায় ঢুকে না সেটা বাদ দিন। কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। যেমন বিন্যাস ও সমাবেশ ছাড়াও অনেক নম্বর আছে প্রিলি পাস করার জন্য। তবে কিছুটা ট্রাই করে বাদ দিন। অন্যের কথায় ভয় পেয়ে বাদ দিয়েন না কোনো চ্যাপ্টার বা টপিক। যেমন বিন্যাস ও সমাবেশেরও কিন্তু কিছু সহজ প্রশ্ন আসে পরীক্ষায় যেটা মুখে মুখেও করা যায়।

BCS Preliminary Preparation for Mental Ability বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি মানসিক দক্ষতা

গাণিতিক যুক্তিতে নম্বর কম আসলেও মানসিক দক্ষতা যেন মিস না হয়। বিগত বিসিএস প্রিলির প্রশ্ন এবং বিগত রিটেনের প্রশ্ন সলভ করুন। আর কিচ্ছু লাগবে না। এটা দিয়েই বিসিএস লিখিত পরীক্ষাও দিয়ে দিতে পারবেন।

আশা করি BCS math syllabus নিয়ে ধারণা পেয়েছেন। ম্যাথকে মোটেই অবহেলা করার জন্য। প্রিলিমিনারি পাসের জন্য ম্যাথ আপনাকে কতটা সাহায্য করতে পারে সেটা হয়ত আপনি এখন অনুধাবন করতে পারছেন না। পরীক্ষার হলেই আপনার দক্ষতা আপনাকে অন্যদের চেয়ে এগিয়ে রাখবে। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন বা ফেসবুক গ্রুপের মাধ্যমে যোগাযোগ করুন।

Click to Download BCS Math Syllabus

নিরন্তর শুভ কামনা।

শেয়ার করুন বন্ধুর সাথে

Leave a Reply

Your email address will not be published.