বিসিএস প্রিলিমিনারি পাস করতে আসলে এলিয়ান হতে হয় না। যারা পাস করেন তারা আমার আপনার মতোই মানুষ। কিছু কৌশল পালন করলে আশা করি আপনিও ভালোভাবেই পাস করবেন ইনশাল্লাহ। পরীক্ষার হলের অভিজ্ঞতা তুলে ধরেছি এই ভিডিয়োটিতে। কেউ ১০০% পারফেক্ট পরীক্ষা দিতে পারে না। সবারই কম বেশি ভুল হয় তবে বর্তমানে unbiased review পাওয়া একটু কঠিন হয়ে গেছে। একদম আসল অভিজ্ঞতা তুলে ধরলাম। আশা করি আপনাদের উপকারে আসবে।
নিরন্তর শুভ কামনা।
লেখক : শাহেদ হোসাইন। তিনি ৪১তম বিসিএস নন ক্যাডার থেকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন টেকনিক্যাল স্কুল ও কলেজের ৯ম গ্রেডের ইনসট্রাক্টর (জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস) পদে কর্মরত। যোগদানের পূর্বে তিনি সরকারি একটি শিক্ষা প্রতিষ্ঠানে “প্রশাসনিক কর্মকর্তা” ছিলেন। এর আগে তিনি ৩৭তম বিসিএস নন ক্যাডার থেকে সহকারী রাজস্ব কর্মকর্তা (কাস্টমস এন্ড ভ্যাট) হিসাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এ কর্মজীবন শুরু করেন। জয়েন গ্রুপ BCS Hacks ,সাবস্ক্রাইব BCS Hacks এবং ফলো Shahed Hossain