একজন বিসিএস ক্যাডারের বেতন কত? BCS Cadre Salary in Bangladesh

By | 11/04/2022
বিসিএস ক্যাডারের বেতন কত

চারিদিকে শুধু এখন শুধু বিসিএস, বিসিএস রব। কিন্তু আমরা কি জানি বিসিএস ক্যাডারের বেতন? চাকরির শুরুতে তিনি সর্বসাকুল্যে কত বেতন পান? ৮-১০ বছর পর বা আরও পরে চাকরি জীবনের শেষদিকে কত টাকা বেতন পান এসব নিয়ে আলোচনা করব এই লেখাতে।

বিসিএস ক্যাডারের বেতন BCS Cadre Salary Scale

জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বিসিএস ক্যাডারদের বেতন হয় ৯ম গ্রেডে। ৯ম গ্রেডের মূল বেতন বা বেসিক (basic) হচ্ছে ২২ হাজার টাকা তবে ক্যাডারগণ শুরুতেই একটি এনক্রিমেন্ট (মূল বেতনের ৫%) পান তাই তারা বেতন পান ২৩,১০০ টাকা। এখানেই শেষ নয় Technical cadre যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, কৃষি ক্যাডার বা সাধারণ শিক্ষা ক্যাডারদের অনার্স বা মাস্টার্সে যদি প্রথম শ্রেণি থাকে তাহলে আরও একটি ইনক্রিমেন্ট পেয়ে সেটা দাঁড়ায় ২৪,২৫৫ টাকা তবে রাউন্ড আপ হিসাবে ২৪,২৬০ টাকা প্রদান করা হয়।  যদি তাদের দুইটিতেই দ্বিতীয় শ্রেণি থাকে তাহলে তারা ১টি ইনক্রিমেন্ট পাবেন। এমনকি যথেষ্ট প্রাতিষ্ঠানিক যোগ্যতা থাকলে বিসিএস ক্যডার ডাক্তারগণ ২৫,০০০ টাকা বেসিক অর্থাৎ তিনটি ইনক্রিমেন্টও পেতে পারেন। তবে এটা মূল বেতন বা বেসিক (Basic Salary); এর সাথে যুক্ত হবে বাড়ি ভাড়া আর চিকিৎসা ভাতা। বাড়ি ভাড়া পোস্টিং এর উপর নির্ভর করে। একটি ইনক্রিমেন্টের ক্ষেত্রে ঢাকা সিটি করপোরেশন এলাকায় পোস্টিং হলে সেটা হবে ৫৫% = ১২,৭০৫ টাকা। যদি অন্যান্য সিটি কর্পোরেশন এলাকায় পোস্টিং হয় তাহলে হবে ৪৫% = ১০,৩৯৫ টাকা এবং অন্যান্য এলাকায় কর্মস্থল হলে বিসিএস ক্যাডারদের বাড়ি ভাড়া ভাতা হবে ৪০% = ৯,২৪০ টাকা । এর সাথে যুক্ত হবে চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা। সুতরাং চাকরিতে যোগদানের সময় বাংলাদেশের একজন বিসিএস ক্যাডার অফিসারের বেতন (যদি তিনি একটি ইনক্রিমেন্ট পান)নিচের চার্টের মতো।

বিসিএস ক্যাডার বেতন Gross Salary of BCS Cadre

কর্মস্থল মূল বেতন বা বেসিক বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা মোট (টাকা)
ঢাকা সিটি করপোরেশন ২৩,১০০ ১২,৭০৫ ১,৫০০ ৩৭,৩০৫
অন্যান্য সিটি কর্পোরেশন ২৩,১০০ ১০,৩৯৫ ১,৫০০ ৩৪,৯৯৫
অন্যান্য এলাকায় ২৩,১০০ ৯,২৪০ ১,৫০০ ৩৩,৮৪০

যদি তিনি শুরুতে দুইটি ইনক্রিমেন্ট পান, তাহলে সেটা আরও কিছুটা বৃদ্ধি পাবে। যেমন ঢাকায় পোস্টিং হলে বাড়ি ভাড়া ভাতা ৫৫% + ১৫০০ টাকা মেডিক্যাল মিলে সর্বসাকুল্যে ৩৯,১০৩ টাকা হবে। হ্যাঁ, একজন বিসিএস ক্যাডার চাকরিতে যোগাদানের সময় লাখ লাখ টাকা বেতন পান না তবে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী একজন সচিবের বা ১ম গ্রেডের বিসিএস ক্যাডার অফিসারের বেতন স্কেল বা মূল বেতন ৭৬ হাজার টাকা যেটা বাড়ি ভাড়া ও অন্যান্য সুবিধা মিলে লাখের অঙ্কে প্রবেশ করবে। অবশ্য লাখের অঙ্ক সচিব বা ১ম গ্রেড হওয়ার অনেক আগেই পেয়ে যায় বিসিএস ক্যাডারগণ। তাই বিসিএস ক্যাডার মানেই  শুরুতেই লাখ টাকা বেতন বা কাড়ি কাড়ি টাকা নয়।

বিসিএস ক্যাডার বেতন স্কেল ২০২৩

বিসিএস ক্যাডারদের বেতন ২০২৩ সালেও সর্বশেষ জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী নির্ধারিত হয় তাই উপরের চার্ট অনুযায়ী বেতন নির্ধারণ করুন।

বিসিএস ক্যাডারদের বেতন নিয়ে FAQ (Frequently Asked Questions)

প্রশ্ন : বিসিএস প্রশাসন ক্যাডারের বেতন? How much is BCS admin cadre salary?

উত্তর : একজন বিসিএস প্রশাসন ক্যাডারের বেতন (মূল বেতন বা বেসিক) ২৩,১০০ টাকা । এর সাথে বাকি সুযোগ সুবিধা মিলে শুরুতে বেতন কেমন হতে পারে সেটা উপরের চার্ট দেখে বুঝতে পারবেন।

প্রশ্ন : ম্যাজিস্ট্রেট এর বেতন কত? How much is salary of a magistrate?

উত্তর : ম্যাজিস্ট্রেট নামে আসলে কোনো ক্যাডার নেই; মূলত এটি একটি দায়িত্ব। তবে আমরা সাধারণত বিসিএস প্রশাসন ক্যাডারকে ম্যাজিস্ট্রেট হিসাবে মনে করি। সেই হিসাবে একজন ম্যাজিস্ট্রেটের বেতন (মূল বেতন বা বেসিক) ২৩,১০০ টাকা । এর সাথে বাকি সুযোগ সুবিধা যুক্ত হয়ে চাকরি জীবনের শুরুতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের বেতন কেমন হতে পারে সেটা উপরের চার্ট দেখে অনুধাবন করতে পারবেন আশা করি।

প্রশ্ন : বিসিএস শিক্ষা ক্যাডারের বেতন কত? What is the BCS education cadre salary structure?

উত্তর : আমাদের সমাজে শিক্ষা ক্যাডার তেমন জনপ্রিয় না হলেও একজন শিক্ষা ক্যাডারের বেতন কিন্তু একজন প্রশাসন, পুলিশ বা পররাষ্ট্র ক্যাডারের চেয়ে কোনো অংশে কম নয় বরং বেশিও হতে পারে শুরুতে। একটি বা দুইটি ইনক্রিমেন্টসহ বেতন স্কেল হবে ২৩,১০০ বা ২৪,২৬০ টাকা। এর সাথে অন্যান্য ভাতা মিলে কত হবে সেটা উপরের চার্টে উল্লেখ আছে। যদি তার অনার্স ও মাস্টার্সে দ্বিতীয় শ্রেণি থাকে তাহলে তিনি একটি ইনক্রিমেন্ট পাবেন। অনার্স বা মাস্টার্সে প্রথম শ্রেণি থাকলে তিনি ২টি ইনক্রিমেন্টসহ মূল বেতন পাবেন ২৪,২৬০ টাকা।

প্রশ্ন : বিসিএস স্বাস্থ্য ক্যাডারের বেতন? How much is BCS doctor salary in Bangladesh?

উত্তর : একজন বিসিএস ডাক্তারের বেতন হবে বাকিদের মতোই। তিনি ৩টি ইনক্রিমেন্ট পেলে তার মূল বেতন হবে ২৫,০০০ টাকা।

প্রশ্ন :  ইউএনও এর বেতন কত?

উত্তর : একজন ইউএনও জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৬ষ্ঠ গ্রেডে বেতন পান। ৬ষ্ঠ গ্রেডের মূল বেতন ৩৫,৫০০ টাকা এবং এর সাথে অন্যান্য সুবিধা, ভাতা যোগ হবে। প্রতি বছর ৫% increment পেলে মূল বেতন ৩৫,৫০০ থেকে বৃদ্ধি পাবে। একজন ইউএনও কিন্তু গাড়ির সুবিধা পান এটাও মাথায় রাখতে হবে। প্রশাসনিক ক্ষমতা ও সামাজিক মর্যাদা তো আছেই।

প্রশ্ন : বিসিএস পররাষ্ট্র ক্যাডারের বেতন কত? How much is BCS foreign cadre salary?

উত্তর : একই স্কেলে বেতন পাবেন তিনি। মূল বেতন হবে একটি ইনক্রিমেন্টসহ ২৩,১০০ টাকা যেহেতু এটি টেকনিকাল ক্যাডার না।

প্রশ্ন : বিসিএস ক্যাডারদের মোট বেতন কত? What is the gross salary for BCS cadre Bangladesh?

উত্তর : উপরের চার্ট দেখুন।

প্রশ্ন : বিসিএস ক্যাডারদের প্রারম্ভিক বা শুরুতে বেতন কত?  What is the initial salary scale of BCS cadre?

উত্তর : উপরের চার্ট দেখুন। টেকনিকাল ক্যাডার হলে ২টি ইনক্রিমেন্ট পেতে পারেন যদি রেজাল্ট চাহিদা পূরণ করে। এমনকি ৩টি ইনক্রিমেন্টও পাওয়া যেতে পারে।

প্রশ্ন :  এই বেতন দিয়ে কি সংসার চলবে?

উত্তর : এটা আসলে আপেক্ষিক প্রশ্ন। কারও লাখ টাকা দিয়ে হয় না আবার কারও এই টাকা দিয়েও দিব্যি চলে যায়। আপনার যদি ফ্যামিলি ব্যাকাপ থাকে বা স্বামী বা স্ত্রীর উপার্জন থাকে তাহলে হবে সেটা হবে বাড়তি সুবিধা। বিসিএস ক্যাডার হলে বৈধভাবে অর্জন করলে বিলাসী জীবন যাপন করতে পারবেন না তবে খুব খারাপও থাকবেন না আশা করা যায়।

প্রশ্ন :  প্রাইভেটে বা বেসরকারি চাকরিতে বেতন অনেক বেশি সেখানে জয়েন করব?

উত্তর : বিসিএস ক্যাডার হওয়ার অন্যতম একটি কারণ জব সিকিউরিটি। বেতন আহামরি কিছু না হলেও জব সিকিউরিটি আছে যেটা বিভিন্ন প্ল্যানিং করতে সহয়তা করবে। প্রাইভেটে জব সিকিউরিটির অভাব এবং কাজের মাত্রারিক্ত প্রেসার অনেকের জন্য উপযুক্ত নয় তবে বিসিএস প্রশাসন, বিসিএস পুলিশ ক্যাডারেও কিন্তু রয়েছে আকাশসম কাজের চাপ। তাই সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। আপনার জন্য কোনটা উপযুক্ত। যারা টেকনিকাল বিষয়ে পড়ালেখা করেছেন তাদের জব সিকিউরিটি অবশ্য অন্যদের চেয়ে বেশি। সব কিছু বিবেচনা করে বেশিরভাগ তরুণদের কাছে বর্তমান সময়ে সরকারি চাকরি বেসরকারি চাকরির চেয়ে অনেক বেশি জনপ্রিয় যদি তিনি বাংলাদেশে থাকতে চান।

প্রশ্ন :  ৯ম গ্রেডের বাকি প্রথম শ্রেণির নন ক্যাডার কর্মকর্তারা কি বিসিএস ক্যাডারদের মতো শুরুতে একটি ইনক্রিমেন্ট পান?

উত্তর : না, তারা মূল বেতন ২২,০০০ টাকা পান এবং এর সাথে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা যুক্ত হবে।

আশা করি বাংলাদেশের সরকারি চাকরির বেতন কাঠামো নিয়ে একটি ধারণা পেয়েছেন।

কথায় আছে গাছে কাঁঠাল গোঁফে তেল তাই শুধু বিসিএস ক্যাডারের বেতন গুণলে তো হবে না এর জন্য পরিশ্রমও করতে হবে গুছানো পদ্ধতিতে। এই লেখাটি পড়ুন শূন্য থেকে বিসিএস প্রস্তুতির জন্য আর এটা পড়ুন বৈধভাবে সরকারি চাকরি পাওয়ার জন্য

জাতীয় বেতন স্কেল ২০১৫

নিরন্তর শুভ কামনা।

শেয়ার করুন বন্ধুর সাথে

Leave a Reply

Your email address will not be published.