ফেল করার ১২ টি ফ্যান্টাস্টিক টিপস : বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

By | 08/10/2020

ভুল না, ঠিকই পড়েছেন। পাস নয়, ফেল করার টিপস নিয়ে আলোচনা করব। বাঁচতে হলে যেমন জানতে হবে করোনা ভাইরাস কী এবং এর থেকে বাঁচার উপায় তেমন পাস করতে হলে জানতে হবে কীভাবে ফেল করতে হয় এবং এর থেকে বাঁচার উপায়। কীভাবে ফেসবুকের একাউন্ট হ্যাক করে এটা আপনি না জানলেও, একাউন্ট কীভাবে নিরাপদ রাখা যায় তা জানা কিন্তু জরুরি। নিরাপত্তার স্বার্থেই আপনাকে জানতে হবে। তাই পাস করার সাথে সাথে ফেল করা নিয়েও ভাবতে হবে। কে জানে হয়ত আপনি ফেলের দিকেই অজ্ঞাতসারে এগিয়ে যাচ্ছেন। নিচের টিপসগুলো দেখুন। এগুলো করছেন কি?

  1. মাসের ১ তারিখেই পারলে দুই একদিন আগেই কারেন্ট এফেয়ার্স কিনে ফেলুন এবং অ থেকে চন্দ্রবিন্দু (ঁ) পর্যন্ত মুখস্থ করে ফেলুন।
  2. প্রতিদিন ৫-৬ টি পেপার পড়ুন। অর্থনীত, রাজনীতি ইত্যাদি কোন নীতিই যেন বাদ না যায় সেদিকে তীক্ষ্ণ নজর রাখুন।
  3. আরে মাত্র তো সার্কুলার দিল পরীক্ষার ডেট দিলে পড়ব এটা ভেবে একটা শান্তির ঘুম দিন।
  4. ইংলিশ লিটারেচার বাদ দিন কারণ এটা রিটেনে আসবে না। শুধু শুধু এসব পড়ে কোন লাভ নেই।
  5. আমি তো সাইন্সের স্টুডেন্ট; আমার আবার ম্যাথ করতে হবে নাকি? নিয়মিত ম্যাথ অনুশীলন করা থেকে দূরে থাকুন।
  6. শুধু বোর্ডের বই পড়ুন এবং বাজারের গাইড পড়া থেকে বিরত থাকুন।
  7. কলেজ, ভার্সিটি লাইফের মত আড্ডাবাজির ফাঁকে ফাঁকে পড়ালেখা চালিয়ে যান।
  8. ২০০টা আন্দাজে দাগালেও অন্তত ১০০টা তো হবেই তাই কোন টেনশন নিয়েন না। চাপ ছাড়া প্রস্তুতি নিন।
  9. প্রশ্ন পাওয়া ছাড়া যেহেতু পাস করা সম্ভব না তাই আগের রাতে প্রশ্ন পেতে সর্বোচ্চ ট্রাই করুন।
  10. পরেরবার ট্রাই করুন ভালমত, ঠিক ভার্সিটিতে নেক্সট সেমিস্টারে সিজিপিএ বৃদ্ধির মত।
  11. ভুলেও মডেল টেস্ট দিবেন না। শুধু শুধু টাইম নষ্ট করে কোন লাভ নেই। শুধু পড়তে থাকুন। দুই ঘণ্টা অনেক সময়। ইজিলি ২০০টা এন্সার করে আসতে পারবেন।
  12. অভিজ্ঞদের থেকে দূরে থাকুন। তাদের টিপস ফলো করবেন না।

এগুলো করছেন কি?

আবার ভেবে দেখুন।

পাস বা ফেল যেটাই করতে চান না কেন জনকল্যাণে লেখাটি শেয়ার করুন।

আর পাস করার টিপসের জন্য এই গ্রুপে যোগদান করুনঃ BCS Hacks

ধন্যবাদ।

শেয়ার করুন বন্ধুর সাথে

Leave a Reply

Your email address will not be published.